সিলেট ৩রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২২
রোমানিয়ার রাজধানী শহর বুখারেস্টের মেয়র রবার্ট সোরিন নেগোইতা বাংলাদেশ থেকে পরিচ্ছন্নতাকর্মীসহ দক্ষ-অদক্ষ শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
রোববার (১৩ মার্চ) দুপুরে নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস ও বুখারেস্টের মেয়রের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের মধ্যে বৈঠককালে এ আগ্রহের কথা জানান বুখারেস্টের মেয়র।
এ সময় মেয়র রবার্ট নেগোইতা বলেন, বুখারেস্টে দক্ষ-অদক্ষ শ্রমিকসহ পরিচ্ছন্নতাকর্মীর চাহিদা রয়েছে। এ চাহিদার একাংশ বাংলাদেশ থেকে পূরণের আগ্রহ প্রকাশ করেন তিনি।
তার এ আগ্রহকে সাধুবাদ জানিয়ে মেয়র তাপস প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে রোববার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বুখারেস্টের মেয়র রবার্ট সোরিন নেগোইতা এবং তার সফরসঙ্গীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
শনিবার (১২ মার্চ) মেয়র তাপসের আমন্ত্রণে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে বুখারেস্টের মেয়র রবার্ট নেগোইতা বাংলাদেশে আসেন। তার ১৭ মার্চ বুখারেস্টে ফেরার কথা রয়েছে। সফরকালে তিনি ডিএসসিসির বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেবেন। সেই সঙ্গে ‘সিস্টার সিটি’সংক্রান্ত একটি সমঝোতা সইও করবেন তিনি।
বৈঠকে মেয়র তাপসের নেতৃত্বে ডিএসসিসির প্রতিনিধিদলে প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ ছিলেন।
Chief Editor : Afroz Khan
Editor: Sunny Ahmed
Executive editor: Mohammed Taizul islam,
Message editor : Shahan Shah Ahmed
Call: +88 01995-019920
Office : West World Shopping City (7nd Floor), Zindabazar, Sylhet 3100
Email : info.Sylhetnewsworld@gmail.com
Web : www.SylhetNewsWorld.com