সিলেট ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২১
One Bangla News
Home Asia
World NewsAsia
ভারতে পালিয়ে এলেন আফগান নারী এমপি
By OneBanglaNews- August 24, 2021 @7:41 am33
আন্তর্জাতিক ডেস্ক: তালেবান বাহিনী আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটি থেকে পালিয়ে দুই সংসদ সদস্য ভারতে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে একজন হলেন নারী এমপি আনারকলি কৌর হোনিয়ার।
দিল্লিতে নেমে সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আনারকলির দাবি, তালেবান যা বলে আর যা করে, তার মধ্য অনেক ফারাক রয়েছে। মানবাধিকার এবং নারীদের অধিকার সেখানে লঙ্ঘিত হচ্ছে।
এক জনপ্রতিনিধি হয়েও কেন আফগানিস্তান থেকে পালালেন? এমন প্রশ্নে তিনি বলেন, সারাবিশ্ব জানে কী ঘটছে আফগানিস্তানে। সেখানকার পরিস্থিতি খুব দ্রুত বদলে গেছে। যা আশা করা যায়নি। সবাই অসহায়, ভয়ে আছে। দেশ আমাদের মা। তাকে ছেড়েই আসতে হয়েছে। অন্য কোনো উপায় ছিল না।
আনারকলি তালেবান নিয়ে নেতিবাচক ধারণা দিলেও তার বিপরীতে হেঁটেছেন কলকাতার যুবক তমাল ভট্টাচার্য। আফগানিস্তান থেকে ফিরে এসে তালেবানের প্রশংসা করেছেন তিনি।
তমাল বলেছেন, আমরা বাইরে থেকে তালেবানের ব্যাপারে যা জানি-শুনি, তা সম্পূর্ণ ভুল মনে হয়েছে আমার কাছে। তালেবানরা আমাদের সঙ্গে অত্যন্ত সুন্দর আচরণ করেছেন। আমাদের উদ্দেশে তারা বলেছেন, ‘তোমরা আমাদের মেহমান। তোমাদের নিরাপত্তার সব দায়িত্ব আমাদের।’
Chief Editor : Afroz Khan
Editor: Sunny Ahmed
Executive editor: Mohammed Taizul islam,
Message editor : Shahan Shah Ahmed
Call: +88 01995-019920
Office : Al Marjan Shoping Centre (3nd Floor), Zindabazar, Sylhet 3100
Email : info.Sylhetnewsworld@gmail.com
২০১০ সাল থেকে শুরু – সরকারি নিবন্ধনের আবেদনকৃত নিউজ পোর্টাল।