সিলেট ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৪
তপ্ত বালুকণা। উত্তপ্ত মরুভূমি। বয়ে যাচ্ছে লু-হাওয়া। মাথার ওপরে আরবের কাঠফাটা রোদের সূর্য। গরম মাড়িয়ে তবুও যেনো গ্রুপে কাজ করছে ঈমানের তেজ, আলাদা আমেজ। ইসলামের প্রেম। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। বীরে শুহাদাগণের স্মরণ। যেখানে যাচ্ছি, আমার ব্রিফ করতে হয়, মক্তবের সুবোধ বালকের মতো নবীন প্রবীণ হাজীগণ বর্ণনা শুনেন।
ঐতিহাসিক বদরযুদ্ধের রাজসাক্ষী জাবালে মালাইকা। হাজীদের নিয়ে গেলাম সেই ফেরেশতা পাহাড়ে। অর্থাৎ বদরযুদ্ধে মুসলমানদের সাহায্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাগণকে পাঠিয়েছিলেন! তখন যে পাহাড়ে ফেরেশতারা অবতরণ করেন আজও সেই পাহাড়ের নাম জাবালে মালাইকা! হাজীদের নিয়ে গেলাম ঐতিহাসিক বদরের রাজসাক্ষী জাবালে মালাইকাতে। কথা বললাম, বালিতে ছুটোছুটি করলাম।
মদীনা থেকে ২০০ কিলোমিটার দূরে। একপর্যায়ে আমি নিজেও বরকতময় ও প্রেরণাময় পাহাড়ের বালুকণায় জোশে হাটতে লাগলাম, কিন্তু বালির তাপে পা যেনো জলসে যাবার উপক্রম! কোনমতে দৌড়ে লুহার খুঁটিতে পা-উঠিয়ে শীতলতা লাভের চেষ্টা করে ফিরে আসি। দ্বীন ইসলাম, জিন্দাবাদ।
লেখক; সাংবাদিক।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025