সিলেটে তারেক রহমানকে স্বাগত জানিয়ে দক্ষিণ সুরমায় বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রচার মিছিল

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৬
সিলেটে তারেক রহমানকে স্বাগত জানিয়ে দক্ষিণ সুরমায় বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রচার মিছিল

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে মহানগরীর ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ড এবং দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের যৌথ উদ্যোগে এক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
২১ জানুয়ারি বুধবার দুপুরে সিলেট রেলগেইট পয়েন্ট থেকে প্রচার মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ সুরমার কদমতলী মুক্তিযোদ্ধা চত্বরে এসে পথ সভা অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ আক্তার হোসেন টুটুলের সভাপতিত্বে ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ মুকুল এর পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মুকিত, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি আফজল উদ্দিন, মোতাহীর আলী মাখন, মহানগর বিএনপির উপদেষ্টা মকবুল আহমাদ, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকতার রশীদ চৌধুরী, আবুল কালাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রুজন, সদস্য জাকারিয়া খান, জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, মৎস্য বিষয়ক সম্পাদক দুলাল আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ, সহ মুক্তিযোদ্ধা সম্পাদক মামুনুর রশিদ মারুফ, সহ পরিকল্পনা সম্পাদক ইকবাল কামাল, সহ অর্থনৈতিক সম্পাদক দিলোয়ার হোসেন রানা, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহ্বায়ক ডাঃ এনামুল হক, সদস্য সচিব মকসুদ আহমদ, মোগলা বাজার থানা বিএনপির আহ্বায়ক হাসনাত আহমদ, সদস্য সচিব জামাল আহমদ, বিএনপি নেতা শামীম সিদ্দিকী,সাবেক কাউন্সিলর সেলিম আহমেদ রনি,এছাড়াও মহানগরীর ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অসংখ্য নেতাকর্মীবৃন্দ প্রচার মিছিল ও সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে যথাসময় সবাইকে সভাস্থলে উপস্থিত হতে হবে। বক্তারা দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা এবং মহানগরীর ৯টি ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীদের মিছিল সহকারে যোগদান করার আহবান জানান।