সিলেট-১ আসনের হাতপাখার প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৬
সিলেট-১ আসনের হাতপাখার প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

সিলেট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসানের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, নির্বাচিত হলে তিনি সিলেটকে সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতিমুক্ত একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলবেন। পীর সাহেব চরমোনাইয়ের আহ্বানে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, দেশ ও মানবতার কল্যাণে একটি আদর্শ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাই তাঁর রাজনীতির লক্ষ্য।

তিনি আরও বলেন, সিলেটে বসবাসরত প্রবাসীদের অর্জিত সম্পদ সন্ত্রাসীদের হাত থেকে রক্ষায় তিনি জীবন বাজি রেখে কাজ করবেন। নির্বাচনে বিজয়ী হলে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার বিশিষ্টজন, মসজিদের খতিব ও ইমাম এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের পরামর্শে তিন থেকে ছয় মাসের মধ্যে সিলেটকে চাঁদাবাজি, দুর্নীতি ও যানজটমুক্ত একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে।

হাফিজ মাহমুদুল হাসান জানান, পরিকল্পিত নগর ব্যবস্থার মাধ্যমে নিরাপদ বাসস্থান ও খাদ্য নিরাপত্তা, আধুনিক চিকিৎসা ব্যবস্থা, শিশু-কিশোরদের মানসম্মত শিক্ষা, মশামুক্ত নগর, ব্যবসায়ীবান্ধব পরিবেশ এবং হকার ও রিকশাচালকদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে প্রতিটি এলাকা সিসি ক্যামেরার আওতায় এনে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, গত ৫৪ বছরে বিভিন্ন দল ক্ষমতায় থাকলেও জনগণ কাঙ্ক্ষিত শান্তি ও উন্নয়ন পায়নি। বরং দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, মাদক ও অশ্লীলতা সমাজকে গ্রাস করেছে। এর ফলে যুবসমাজ ধ্বংসের মুখে পড়েছে এবং নারী-শিশুসহ সাধারণ মানুষের জীবন অনিরাপদ হয়ে উঠেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সিলেটবাসীর মাঝে বিভেদ সৃষ্টি করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, সকল ধর্মাবলম্বী মানুষের ন্যায্য অধিকার, স্থায়ী শান্তি ও কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা জরুরি। তিনি ভোটকে একটি গুরুত্বপূর্ণ আমানত ও ইবাদত হিসেবে উল্লেখ করে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, সিনিয়র সহ-সভাপতি হাফিজ মাওলানা আসআদ উদ্দিন, জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খানসহ ইসলামী আন্দোলন ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।