শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজ শিক্ষক পর্ষদ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছা: তাহমিনা আক্তার।
আয়োজক কমিটির সভাপতি ও রসায়ন বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও এইচএসসি বিএমটি বিভাগের বিভাগীয় প্রধান লে. মো. মনিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন করেজ শিক্ষক পর্ষদ সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. আলী হাসান পারভেজ। অনুষ্ঠানে কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ আলোচনায় অংশগ্রহণ করেন। এছাড়াও কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠান শেষে বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মাদ যুননূরাইন।
এদিকে সিলেট সরকারি মদন মোহন কলেজ বিএনসিসি প্লাটুন ও বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরামের যৌথ উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রায় শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। রবিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছা: তাহমিনা আক্তার।
৭ বিএনসিসি ব্যাটালিয়ন কম্পানি কমান্ডার এ কম্পানি লে. মো. মনিরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সারওয়ার আলম মিতুন, ইয়ূথ ক্যাডেট ফোরাম সিলেট জেলার সভাপতি রোটারিয়ান রাসেল মাহবুব।
উপস্থিত ছিলেন এবিএম এনায়েত হোসেন, রুফিয়া বেগম, ইমন কান্তি দাস, ফারক হাসান সুজন, মইনুল হক, সুলতান রাজু, মাসুদা সিদ্দিকা, আয়সা আক্তার, মুহিত খান, জুমায়ের আহমদ তামিম, আহসান প্রমুখ। অনুষ্ঠানে প্রায় শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি সিলেট সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছা: তাহমিনা আক্তার সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি