নতুন প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে -জেলা প্রশাসক

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫
নতুন প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে -জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, দুর্যোগ মোকাবেলায় সকলকে সচেতন হওয়ার পাশাপাশি একদল প্রশিক্ষিত ভলান্টিয়ার প্রয়োজন। প্রত্যেকটি বিপনি বিতান ও মার্কেটগুলোতে স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলা হবে।তিনি বলেন,সরকারি বেসরকারি বিভাজন নয়,আমরা সবাই মানুষ। তাই সুন্দর সমাজ বিনির্মানে প্রশাসনকে সহযোগিতার আহবান জানান তিনি। তিনি শিক্ষার্থীদের পড়াশোনা, বিদ্যুৎ এর লোডশেডিং কমানো,দিনের বেলা সূর্যের আলো ব্যবহার, রাতের বেলা মানুষের কর্মব্যস্ততা কমানো,শ্রমিকদের স্বস্তি প্রদান,কিশোরদের আড্ডা বন্ধ,রাতে দেরি করে ঘুমানোর কালচার বন্ধ সহ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাত সাড়ে নয়টার মধ্যে সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে সিলেটবাসীকে আহবান জানান। এছাড়া নতুন প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি সকলকে অনুরোধ জানান।

সোমবার সকালে জেলা প্রশাসন,সিলেট আয়োজিত সিলেট শহরের বিপনী বিতান/মার্কেটসমূহের দুর্যোগ ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শৃঙ্খলা বিধান বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, সিলেটের উপপরিচালক সুবর্ণা সরকার, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কুদ্দুস বুলবুল, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল, ব্যবসায়ী নিয়াজ মুহাম্মদ আজিজুল করিম,সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধিসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,সাংবাদিকবৃন্দ,বিপনি-বিতান ও মার্কেট সমুহের ব্যবসায়ীবৃন্দ।সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা কুতুবউদ্দিন।