মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগকে বিদায়ী সংবর্ধনা

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৫
মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগকে বিদায়ী সংবর্ধনা

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগ এর বিদায় উপলক্ষ্যে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরীর শামীমবাদস্থ কলেজের হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবিদুর রহমান।

কলেজের সিনিয়র লেকচারার সৈয়দা ফাতেমা সুলতানার সভাপতিত্বে ও লেকচারার মোঃ হেদায়াতুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান পার্থসারথি নাগ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সালমা বেগম, অধ্যাপক পার্থসারথি নাগ এর সহধর্মিণী সীমা চৌধুরী নাগ।
বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞানের প্রদর্শক শিক্ষক মনি মাধব গোস্বামী ,দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সামিয়া সুলতানা চৌধুরী, বাংলা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো: আলমগীর হোসেন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. এনামুল হক চৌধুরী সোহেল, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মোছাম্মৎ শাহানা বেগম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আজির উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রহিমা বেগম,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মো. শেখ মাহমুদুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী রুমা আক্তার ও ভগবত গীতা পাঠ করেন দীপিকা রানী দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের ইংরেজি বিভাগের লেকচারার মনির হাসান ও রাহনুমা নার্গিস।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দিলরুবা আহমেদ, ফারিদা বেগম। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী নুসরাত ইয়াছমিন ঐশী। কবিতা আবৃত্তি করেন মুনমুন নাহার মিতু। আধুনিক গান পরিবেশন করেন সুস্মিতা আইচ রিমি। রবীন্দ্র সংগীত পরিবেশন করেন সাবেক ছাত্রী চন্দ্রিমা দেব প্রমী।
এছাড়াও অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ, কর্মকতা ও কর্মচারীবৃন্দ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবিদুর রহমান সহ শিক্ষকবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আদর্শ শিক্ষক অধ্যাপক পার্থসারথি নাগ তাঁর জ্ঞান, সততা ও দায়িত্ববোধ দিয়ে শুধু শিক্ষার্থীদের নয়, পুরো প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষার্থীদের মানসিক-শিক্ষাগত উন্নয়নের পাশাপাশি শিক্ষা-পরিবেশকে আনন্দময় ও মানবিক করতে নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। বক্তারা বলেন, শিক্ষক পার্থসারথি নাগ এর নেতৃত্বে ইংরেজি বিভাগ একাডেমিক, সাংস্কৃতিক ও সাহিত্যচর্চার ক্ষেত্রে যে অগ্রগতি অর্জন করেছেন, তা কলেজের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা আরো বলেন, শিক্ষক অধ্যাপক পার্থসারথি নাগ অবসরে গেলেও তাঁর কর্মদজ্ঞতার মাধ্যমে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের শিক্ষাক্ষেত্রে ভূমিকা রাখার আহবান জানান। বিজ্ঞপ্তি