সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর প্রতিষ্ঠাবার্ষিকী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫
সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর প্রতিষ্ঠাবার্ষিকী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন “সিলেট রক্তের অনুসন্ধানে আমরা”-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে সেচ্ছাসেবী মিলনমেলা এবং এইচএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শনিবার ৬ ডিসেম্বর সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি সোহাগ আহমেদ এর সভাপতিত্বে, প্রতিষ্ঠাতা তারেক আহমদ এর সার্বিক তত্বাবধানে আওলাদ হোসেন এর সঞ্চালনায়,প্রধান অতিথির আসন অলংকৃত করেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন, প্রধান বক্তা ছিলেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট মোহাম্মদ রিহান উদ্দিন,প্রধান আকর্ষণ ছিলেন ইউকে কমিউনিটি এ্যাক্টিভিটিস ও গোন্ডেন ড্রীম ইউ’র চেয়ারপার্সন মোছা: কামরুন্নেছা খানম শোভা মতিন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন দৈনিক ইনফো বাংলা সিলেট এর ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান রাসেল মাহবুব, আঞ্চলিক সমন্বয়ক বাংলাদশে মানবাধকিার কমিশন, মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমেদ, সমাজকর্মী শাহনেওয়াজ খান শাকিল,রক্তদাতা ও সমাজকর্মী নাছিম আহমদ হিমু, রক্তদাতা ও সমাজকর্মী সাঈদ খান,মানবিক কর্মী শেলু বড়ুয়া।
আরো উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক : বাবুল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক: অপু তালুকদার,সহ- সাংগঠনিক সম্পাদক : সাকিব আহমেদ,সহ- সাংগঠনিক সম্পাদক : নাইম উদ্দিন,সহ- যুগ্ম সম্পাদক : শুভ দাস,সহ- অর্থ সম্পাদক: নাইম ইসলাম,প্রচার সম্পাদক : জিৎ, ধর্ম সম্পাদক : রিফাত হোসেন, সহ- ধর্ম সম্পাদক: আরাফাত ইসলাম। ব্লাড ক্যাম্পেইন বিষয়ক: আকরামিন আহমেদ, অফিস সম্পাদক : দিনা আক্তার,শিক্ষা বিষয়ক সম্পাদক : সত্যেজিৎ সেনাপতি,সাংস্কৃতিক সম্পাদক : ইমরান খান ডেবিট, সহ- সাংস্কৃতিক সম্পাদক:আব্দুল কাইয়ুম সাগর,সহ- সাংস্কৃতিক সম্পাদক: সুলতান আহমদ,সদস্য : জয়,সায়েম,ইসমাইল, আহনাফ,সেতু বড়ুয়া মুক্তা, সীমান্ত বড়ুয়া জয়। সুপার উইমেন্স টিম সিলেট রক্তের অনুসন্ধানে আমরা :সভাপতি : রুনা বেগম,সহ- সভাপতি : তানিয়া সুলতানা,সহ- সাধারণ সম্পাদক : মনিষা আক্তার নাদিয়া, সাংগঠনিক সম্পাদক : মির্জা সিমা,যুগ্ম-সম্পাদক : ফাতেহা বেগম,সহ- মহিলা সম্পাদক: পিপাসা নন্দিনী, সদস্য : সিমা বিশ্বাস, অনি রানী রায়,আকলিমা বেগম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সিলেট রক্তের অনুসন্ধানে আমরা” সংগঠনটি শুরু থেকেই মানবসেবার মহান উদ্দেশ্যে কাজ করে আসছে। রক্তের অভাবে কোনো জীবন যাতে ঝরে না যায়, এই লক্ষ্যকে সামনে রেখে আপনাদের প্রতিটি কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।

উদ্বোধক তাঁর বক্তব্যে বলেন, আপনাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে সমাজের আরও তরুণরা মানবসেবায় এগিয়ে আসবে। এই সংগঠনের প্রতিটি সদস্যই মানবতার সৈনিক। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মুহূর্তে আমি সকলকে অভিনন্দন জানাই এবং সামনে পথচলা আরও সুন্দর ও সমৃদ্ধ হোক এ কামনা করছি।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে স্বেচ্ছাসেবী কার্যক্রমের অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং রক্তদাতাদের নেটওয়ার্ক সম্প্রসারণ নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি এবছরের এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করে সম্মানিত করা হয়।