সিলেট-১ সুনামগঞ্জ-৩ আসনে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশি মাসুদুর রহমান মাসুদ

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৫
সিলেট-১ সুনামগঞ্জ-৩ আসনে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশি মাসুদুর রহমান মাসুদ

“সুন্দর, সুশৃঙ্খল ও স্বনির্ভর বাংলাদেশ গড়াই আমার রাজনৈতিক অঙ্গীকার”—এই প্রতিশ্রুতি সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী মো. মাসুদুর রহমান মাসুদ সিলেটে এক সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ২টায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি দেশ, গণতন্ত্র ও তরুণ সমাজকে কেন্দ্র করে ভবিষ্যৎ উন্নয়নের নানা দিক তুলে ধরেন।

মাসুদ জানান, তিনি মদন মোহন কলেজ ও এমসি কলেজে পড়াশোনা শেষে সিলেটে দুই বছর শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এরপর যুক্তরাজ্যে গিয়ে তিনি এমবিএ ডিগ্রি সম্পন্ন করে শিক্ষকতা পেশায় যুক্ত হন এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেন।

মাসুদ বলেন—“তরুণদের স্বপ্ন, সম্ভাবনা ও দায়িত্ববোধ দিয়েই গড়ে উঠবে নতুন বাংলাদেশ। আমার লক্ষ্য একটি সুন্দর, সুশৃঙ্খল, দায়িত্বশীল ও স্বনির্ভর বাংলাদেশ তৈরি করা—যেখানে প্রতিটি মানুষ সম্মান নিয়ে বাঁচবে, শিক্ষা ও কর্মসংস্থান হবে সবার অধিকার।”

তিনি আরও বলেন, দেশের উন্নয়নে তরুণ সমাজকে মূল চালিকা শক্তি হিসেবে কাজে লাগানোর ওপর তিনি সর্বোচ্চ গুরুত্ব দিতে চান।
“আমরা তরুণেরা চাই এমন একটি বাংলাদেশ—যেখানে দুর্নীতি, বৈষম্য ও অরাজকতার জায়গা নেই। আমার লক্ষ্য, তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান বৃদ্ধি, উদ্যোক্তা তৈরির পরিবেশ সৃষ্টি এবং সুশাসন নিশ্চিত করা।”

২০২৪ সালের গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন—“এটি ছিল গণতন্ত্র ফিরিয়ে আনার জনমতের প্রতিফলন। আগামী নির্বাচন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটি মাইলফলক হয়ে উঠতে পারে। তাই আমি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই—গণতন্ত্র ও জনগণের স্বার্থে আমরা যেন ঐক্যবদ্ধ হই।”

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, হামিদুর রহমান খোকন, রিয়াজুল ইসলাম, আখলাকুর রহমান এবং জুনায়েদ আহমদ সুলতান।