মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৫
মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম বলেছেন, মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের। আমাদের আবেগ ও অনুভূতি জড়িয়ে আছে স্বাধীনতা সংগ্রামের সাথে।তিনি বলেন,মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও তথ্য নতুন প্রজন্মকে জানাতে হবে।মহান বিজয় দিবসকে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে তিনি ছাত্র তরুণদের প্রতি আহবান জানান। জেলা প্রশাসন কর্তৃক গৃহীত বিজয় দিবসের সকল কর্মসূচি সফল করতে সিলেটের সর্বস্তরের জনগণকে তিনি অনুরোধ জানান।

বুধবার বিকেলে জেলা প্রশাসন,সিলেট এর উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষেক্ষে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার (সিলেট) এর উপ-পরিচালক সুবর্ণা সরকার, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, জেলা সমাজসেবা কার্যালয়েের উপপরিচালক আব্দুর রফিক, জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ূন কবির,আনসার ও ভিডিপির সহকারী পরিচালক ফাতেমা তুজ জোহরা, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব, বাংলাদেশ বেতার সিলেট অফিসের সহকারী পরিচালক ইকবাল আহমদ প্রমুখ।

সভায় সরকারি সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ,পুলিশ, আনসার ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।