আগামী নির্বাচনে সিলেট ৪ আসনের মানুষ ট্রাক মার্কার পক্ষে ভোট বিপ্লব করবে : জহিরুল ইসলাম

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৫
আগামী নির্বাচনে সিলেট ৪ আসনের মানুষ ট্রাক মার্কার পক্ষে ভোট বিপ্লব করবে : জহিরুল ইসলাম

সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও চোরাচালান বন্ধ করে এই তিন উপজেলাকে আলোকিত এলাকায় পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করে সিলেট ৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী জহিরুল ইসলাম বলেছেন, এই তিন উপজেলা শ্রমিক আধ্যুসিত। আমি বিগত সময়ে এই এলাকার শ্রমজীবী সর্বস্তরর মানুষের দাবি আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করছি। তাই এই এলাকার সাধারণ মানুষ আমাকে হৃদয় থেকে গ্রহণ করেছেন। এখানে পর্যটনও থাকবে, শ্রমিকও থাকলে আগামী নির্বাচনে আমি বিজয়ী হলে এই অঞ্চলের মানুষের কাঙ্খিত উন্নয়ন হবে। আগামী নির্বাচনে সিলেট ৪ আসনের মানুষ ট্রাক মার্কার পক্ষে ভোট বিপ্লব করবে।

বুধবার বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে ছাত্র সংরক্ষণ অধিকার পরিষদের মাধ্যমে পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদের হাত ধরে গণঅধিকার পরিষদের সূচনা হয়। গণধিকার পরিষদ ১৮ সালে কোটা সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ২০২৪সরকারকে হটায় এখানে গনঅধিকার পরিশোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দলের সভাপতি নুরুল হক নুর গ্রেপ্তার হন তিনি তখন রিমান্ডে গিয়েও বলেন- ৯০% পতন হয়ে গেছে টেন পার্সেন্ট ধাক্কা দরকার তার এই কথাকে সবাই বুকে লালন
করে দল মত নির্বিশেষে সবাই রাজপথে নামে অবশেষে সরকার পতন হয় । সেই দল এখন বাংলাদেশের আনাচে-কানাচে পৌঁছে গেছে গণধিকার পরিষদের মার্কা ট্রাক। আমি কথায় নয় কাজে বিশ্বাসী বাস্তবে প্রমাণ করতে চাই, তরুণদের নিয়ে কাজ করতে চাই, এলাকার সমস্যা নিরসনে যথেষ্ট ভূমিকা পালন করতে চাই, টেন্ডার বাজি চাঁদাবাজি এগুলো হঠাতে চাই চোরা কার বাড়ি বন্ধ করতে চাই দিনশেষে আপনারা সকলের সাহায্য সহযোগিতা পেলে ইনশাআল্লাহ আমি পারবো আমি নতুন দল ছোট মানুষ মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান সেই হিসেবে আপনাদের পালস গুলো বুঝব, আশা করছি সবাই আমাকে সহযোগিতা করবেন এবং
সুচিন্তিত মতামত প্রদান করবেন পরামর্শ প্রত্যাশা করি।

এসময় সিলেট জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ন সদস্য সচিব জোবায়ের আহমদ তোফায়েল, বাংলাদেশ যুঅধিকার পরিষদ সিলেট মহানগর সভাপতি মোহাম্মদ আলী, জেলার দপ্তর সম্পাদক হোসাইন আহমদ, ছাত্র অধিকার পরিষদ নেতা নাজমুল ইসলাম, জুয়েল মিয়া, সহ দলটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।