তরুণদের সামাজিক কাজে সম্পৃক্ত করতে হবে’ -নুজহাত ইয়াসমিন

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৫
তরুণদের সামাজিক কাজে সম্পৃক্ত করতে হবে’ -নুজহাত ইয়াসমিন

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন তরুণদের সামাজিক কাজে সম্পৃক্ত করার আহবান জানিয়েছেন।তিনি বলেন,জুলাই আন্দোলনের পর সরকার মনে করেছে তরুণদের বিভিন্ন সামাজিক আন্দোলন, যেখানে ইতিবাচক প্রভাব পড়বে,সেখানে তরুণদের অন্তর্ভুক্ত করতে হবে।পর্যটনে তারুণ্য উৎসব এটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মসূচি হলেও সরকার সকল মন্ত্রণালয় ও তার অধীনস্থ সংস্থাগুলোকে তাদের কাজের সাথে মিলিয়ে কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছে।তিনি বলেন, যেকোনো ভালো কাজ তরুণরাই শুরু করে এবং সফল হয়।তরুণদের ছাড়া কোন কিছুই করা সম্ভব নয়।শনিবার সকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ও সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় “পর্যটনে তারুণ্য উৎসব ২০২৫” উপলক্ষে সিলেটে সাইক্লিং ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরীর কিনব্রীজ এর নীচে সুরমা নদীর তীর সংলগ্ন এলাকায় সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসব উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) নুরের জামান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ- পরিচালক বোরহান উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব সিলেটের সভাপতি হুমায়ুন কবির লিটন,জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব, মাসুদ রানা প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন,সিলেট হচ্ছে প্রকৃতি কন্যা। পর্যটন নগরী সিলেট। পর্যটনকে উৎসাহিত করতে পর্যটনে তারুণ্য উৎসব উপলক্ষে জেলা প্রশাসন,সিলেট ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আজকের এই আয়োজন। তিনি বলেন, আমরা পর্যটনকে উৎসাহিত করতে তরুণদের কাজে লাগাতে চাই।তরুণরা যেকোনো কাজে সম্পৃক্ত হলে ভালো প্রভাব ফেলে। তিনি বলেন,আমরা নিজের বাড়ি, নিজের আঙিনা,নিজের শহর পরিচ্ছন্ন রাখতে চাই।সেই সাথে পর্যটন স্পটগুলোও পরিচ্ছন্ন রাখতে চাই।তিনি নিরাপদ, সুন্দর ও স্বাস্থ্যসম্মত নগর গড়তে সকলের প্রতি আহবান জানান।

সিলেট সাইক্লিং কমিউনিটির সহযোগিতায় কিন ব্রীজ থেকে লাক্কাতুরা চা বাগান পর্যন্ত সাইকেলে রেলি অনুষ্ঠিত হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে বিএনসিসি,রোভার স্কাউট, বিডি ক্লিন, ভলান্টিয়ার অফ বাংলাদেশ ,সিলেটের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য পর্যটনে তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে সিলেটে পর্যটন বিষয়ে ইনোভেটিভ আইডিয়া হ্যান্ডিং, লুডু প্রতিযোগিতা, পর্যটন আকর্ষণে ফটো এবং ভিডিওগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।