জকিগঞ্জে নারীসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ পৃথকভাবে ১১০ বোতল অফিসার চয়েস বিদেশি মদ ও ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আটককৃতরা হলেন—সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামের মৃত হরলাল বিশ্বাসের ছেলে গৌরাঙ্গ বিশ্বাস (৫০) ও তার স্ত্রী উত্তরা বালা বিশ্বাস (৩৫), মানিকপুর ইউনিয়নের বাল্লা গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে রাহেল আহমদ (৩৫), এবং ছালিয়াকাপন গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে রুহুল আমীন (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার একটি বিশেষ টিম পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, যার মধ্যে রয়েছে ১১০ বোতল বিদেশি মদ ও ২২ পিস ইয়াবা।
জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং জকিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”
এদিকে মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। সম্প্রতি সিলেট জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় জকিগঞ্জে মাদক নির্মূলে আরও কঠোর অভিযানের দাবি উঠেছিল। সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান মাদক দমনে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন।
মতবিনিময় সভা ও চলমান অভিযানের প্রেক্ষাপটে স্থানীয়দের আশা—জকিগঞ্জকে মাদকমুক্ত গঠনে পুলিশের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে।