সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, ০৭/১১/২৫খ্রিঃ শুক্রবার দুপুর ১২:৩০ ঘটিকায় দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার কেন্দ্রিয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।খুতবার পূর্বে পুলিশ কমিশনার মহোদয় মসজিদে উপস্থিতি মুসল্লিদের উদ্দেশ্যে GenieA App ও অন্যান্য বিষয় সম্পর্কে বক্তব্য পুলিশ কমিশনার বলেন, পুলিশের মূল দায়িত্ব হলো জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা চাই জনগণ যেন সহজে ও দ্রুত পুলিশি সেবা পেতে পারে। এজন্য পুলিশী সেবাকে জনগণের হাতের নাগালে পৌঁছে দিতে এবং যে কোনো বিপদে যাতে মানুষ সহজেই পুলিশের সহায়তা পায়, সে লক্ষ্যে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি।এর মধ্যে অন্যতম উদ্যোগ হলো, যদি কেউ নগদ টাকা বা মূল্যবান সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার সময় নিরাপত্তাহীনতা অনুভব করেন, তাহলে তিনি আমাদের কন্ট্রোল রুমে ফোন করে সহায়তা চাইতে পারেন। পুলিশ সদস্যরা তাঁর সঙ্গে থেকে নগদ টাকা বা মূল্যবান সামগ্রী নিরাপদে গন্তব্যে পৌঁছে দিবে।
আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো, সিলেট মেট্রোপলিটন নগরবাসীকে একটি নিরাপত্তা নেটওয়ার্কের আওতায় আনতে GenieA App চালু করা হয়েছে। অ্যাপটি বর্তমানে প্রাথমিকভাবে মোগলাবাজার থানা এলাকায় চালু করা হয়েছে। গতকাল মোগলাবাজার থানা এলাকায় একটি ঘটনার উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, মোগলাবাজার থেকে এক ব্যক্তির মোবাইল ফোন ছিনতাই হওয়ার পরপরই তিনি ‘জিনিয়া অ্যাপ’-এর মাধ্যমে আমাদের কন্ট্রোল রুমে বার্তা পাঠান। খবর পাওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যেই পুলিশ ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হয়। এই অ্যাপের মাধ্যমে একজন ব্যবহারকারী মাত্র একটি ক্লিক করলেই আমাদের কন্ট্রোল রুমে বার্তা পৌঁছে যাবে, এবং তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশ টিম ঘটনাস্থলে চলে যাবে। এখন আর জনগণকে পুলিশের দোরগোড়ায় গিয়ে ধর্না দিতে হবে না; বরং পুলিশই জনগণের ডাকে তাদের দোরগোড়ায় পৌঁছে যাবে।
তিনি আরও বলেন, জনগণের হয়রানি কমাতে এবং সেবা সহজলভ্য করতে আমরা এসব উদ্যোগ নিচ্ছি। জিডি ও মামলা করার ক্ষেত্রেও ভবিষ্যতে থানায় যেতে হবে না GenieA App -এর মাধ্যমেই এসব সেবা গ্রহণ করা যাবে। তিনি বলেন, সকলের সহযোগিতায় আমরা একটি সুন্দর, আদর্শ ও নিরাপদ নগর গড়ে তুলতে পারব।