সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কনফারেন্স রুমে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এর সভাপতিত্বে ট্রাফিক বিভাগ, এসএমপি, সিলেটের বিশেষ কল্যান সভা ০৬/১১/২০২৫ খ্রিঃ সকাল ০৭.০০ ঘঠিকায় অনুষ্ঠিত হয়।
বিশেষ কল্যাণ সভায় পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগের সকল পদবীর সদস্যদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধান দেন। এছাড়া, কিছু বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে দ্রুত যোগাযোগের আশ্বাস প্রদান করেন। তিনি জনগণের দুর্ভোগ লাঘব ও জনজীবনে স্বস্তি আনয়নে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ প্রদান করেন। তিনি শহরকে যানজটমুক্ত রাখতে অনিবন্ধিত সিএনজি চালিত থ্রিহুইলার, ব্যাটারি রিক্সা ও অবৈধ গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এছাড়া, সকল পুলিশ সদস্যের মেডিকেল চেকআপ করার জন্য পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।
পুলিশ কমিশনার ট্রাফিক সদস্যদের জনসাধারণের সাথে সৌজন্যমূলক আচরণের জন্য প্রশংসা করেন এবং তাদের আরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করার নির্দেশ দেন।ড্রেসকোড বজায় রেখে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তাছাড়া, কর্তব্যরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশনা প্রদান করেন এবং অপেশাদার আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সকলকে সতর্ক করেন।তিনি আরও বলেন, যারা সরকারি কাজে বাধা সৃষ্টি করবে বা আইন ভঙ্গ করবে, তাদের আইনের আওতায় আনা হবে। ট্রাফিক বিভাগ বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান অঙ্গ। এখানে ভাল কাজের যেমন পুরস্কার রয়েছে, তেমনি মন্দ কাজের জন্য রয়েছে শাস্তি।
এ সময় পুলিশ কমিশনার সার্জেন্ট থেকে টিআই পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় জনাব মো: রিজাউল ইসলাম কে ফুলেল শুভেচছা ও র্যাং ক বেজ পরিয়ে দেন এবং কল্যান সভায় যানবাহন নিয়ন্ত্রণ ও জনসাধারণের যাতায়ত ব্যবস্থাকে সু-শৃঙ্খল রাখার জন্য ট্রাফিক বিভাগের বিভিন্ন পদবীর মোট ২০ জন সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন) জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রাখী রানী দাস, সহকারী পুলিশ কমিশনারগণসহ ট্রাফিক বিভাগের সকল টিআই, সার্জেন্ট/টিএসআই, এএসআই/এটিএসআই, কনস্টেবলগন।