মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে -এ.এফ.এম. এহতেশামূল হক

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৫
মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে -এ.এফ.এম. এহতেশামূল হক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (মাদক অধিশাখা) এ.এফ.এম. এহতেশামূল হক বলেছেন,মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।মাদকের ছোবল থেকে জাতিকে বাঁচাতে সামাজিক আন্দোলন ও সচেতনতার বিকল্প নেই।তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ অফিস বিলুপ্ত করলেই ভালো হতো,কিন্তু সরকার এই দপ্তর তখনই চালু করেছে যখন অনেক মানুষ মাদকাসক্ত হয়ে পড়ে গিয়েছিল।তাদেরকে সুস্থ সমাজে ফিরিয়ে আনতে রাষ্ট্র এই কার্যক্রম হাতে নেয়।তিনি বলেন, সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে।মাদক অপরাধীদের দমন করতে মাদক ট্রাইবুনাল গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার।শুধু তাই নয় আগামীতে সকল সরকারি চাকুরী, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিসহ বিভিন্ন ক্ষেত্রে ডোপটেস্টকে বাধ্যতামূলক করার চিন্তাভাবনা করা হচ্ছে।তিনি জনগণকে মাদক নির্মুলে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, মাদক দমনে স্থানীয় প্রশাসন ভালো ভূমিকা রেখে থাকবে।তাই যেখানেই মাদকের উৎপাত দেখা যাবে সেক্ষেত্রে জেলা প্রশাসক ও ইউএনওকে অবহিত করতে তিনি সকলকে অনুরোধ জানান।তিনি পুণ্যভূমি সিলেটে মাদকের প্রসার প্রতিরোধ ও মাদকের অপরাধ দমনে সামাজিক যুব আন্দোলন গড়ে তুলতে সকলকে অনুরোধ জানান।

রোববার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়,সিলেট কর্তৃক অভ্যন্তরীণ সেবা প্রত্যাশীদের অংশগ্রহণেগ্রহণে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়,সিলেটের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তর,প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশাসন,অর্থ ও পরিকল্পনা) মো: আবুল কালাম আজাদ।এতে আরো বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো.মহিউদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা শাহ আলমসহ অংশগ্রহণকারী চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ,হাসপাতাল, মাদকাসক্ত নিরাময় প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ,অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন,মাদক মানেই খাদক।তাই মাদকের বিরুদ্ধে সামাজিক গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।মাদকের মরণ ছোবল থেকে আমাদের সন্তান, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে সকলকে সচেতন থাকতে হবে।

সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেটের উপপরিচালক মলয়ভূষণন চক্রবর্তী সহ সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার উপপরিচালকবৃন্দ,অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সেবা প্রত্যাশীগণ উপস্থিত ছিলেন।