সাংবাদিক শিপুর বিরুদ্ধে জিডি, সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৫
সাংবাদিক শিপুর বিরুদ্ধে জিডি, সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা

সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রবাসী সদস্য রানার টিভি ইউকে’র রিপোর্টার ও বিজয়৭১নিউজ এর সম্পাদক নুরুল হক শিপুর বিরুদ্ধে জিডি করায় নিন্দা জানিয়েছে সিলেট অনলাইন প্রেসক্লাব।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।

যৌথ বিবৃতিতে তারা বলেন,প্রয়োজনীয় তথ্য উপাত্ত, ভুক্তভোগীদের সাক্ষাৎকার ও অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হয়েছে।এটি নিয়ে থানায় সাধারণ ডায়েরী করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।একজন সাংবাদিককে হয়রানি করার উদ্দেশ্যে এ ধরনের পদক্ষেপে আমরা তীব্র নিন্দা জানাই। সেই সাথে গভীর উদ্বেগও প্রকাশ করছি।

নেতৃবৃন্দ বলেন,সংবাদ প্রতিবেদনে সংক্ষুব্ধ ব্যাক্তির প্রতিবাদ কিংবা আত্মপক্ষ সমর্থনের যথেষ্ট সুযোগ আছে। তা না করে আইনগত পদক্ষেপ নিতে গেলে দুর্নীতি, অপকর্ম আর অপরাধের বিরুদ্ধ সংবাদ প্রকাশে সাংবাদিকরা সাহস হারাবে।