সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম বলেছেন, দুর্যোগ প্রশমনে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগ প্রতিরোধে সতর্ক ও সচেতন থাকতে হবে।তিনি বলেন,অনেক সময় অসতর্কতার দরুণ বড় ধরনের দুর্ঘটনা হয়ে যায়।এতে আমরা ক্ষতিগ্রস্ত হই।তিনি বলেন, সিলেট একটি ঝুঁকিপূর্ণ এলাকা।তাই সবুজ গাছপালা রক্ষা সহ পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে।ভূমিকম্প প্রবণ ও বন্যার এলাকা হিসেবে সিলেটের জনগণকে আরো সচেতন হওয়ার আহবান জানান তিনি।
সোমবার “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫” উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন,সিলেট এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি এবং র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আব্দুল কুদ্দুস বুলবুল।এবারে দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, জেলা পরিষদ, সিলেটের নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস,প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল,বাংলাদেশ বেতার সিলেট অফিসের সহকারী পরিচালক দেলোয়ার হোসেন,ফায়ার পরিদর্শক, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স,মোঃ সালাউদ্দিন,জেলা স্কাউট সম্পাদক সাইফুল আমীন,ফায়ার সার্ভিস ভলেনটিয়ার আব্দুল্লাহ মোঃ আদিল,যুব রেড ক্রিসেন্ট প্রতিনিধি লোবনা,ব্র্যাক জেলা সমন্বয়ক রিপন চন্দ্র মণ্ডল সহ সরকারী/বেসরকারী সংস্থার প্রতিনিধিগণ।উক্ত আলোচনা সভা পরিচালনা করেন, সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ।সভা শেষে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ।