৭দফা দাবীতে জাগপা সিলেট বিভাগীয় কমিটির বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৫
৭দফা দাবীতে জাগপা সিলেট বিভাগীয় কমিটির বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় গনতান্ত্রিক পার্টি জাগপা সিলেট বিভাগ আয়োজিত ৭দফা দাবী আদায়ের লক্ষ্যে সিলেট নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বিক্ষোভ মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাগপা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় সমন্নয়ক ও সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগর জাগপা সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ সাজু র পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় বক্তব্য ও উপস্থিত ছিলেন নগর জাগপা সহ সভাপতি পিয়ার হোসেন মহানগর জাগপা নেতা আজিজুর রহমান আজিজ যুব জাগপা নেতা আব্দুলাহ আল মামুন, আব্দুল বাছিত, জুনেদ আহমেদ ইয়াছিন আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে অশান্তি ও সাম্প্রদায়িক উসকানির হিন্দুস্তানের ষড়যন্ত্র কখনোই সফল হবে না। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক অশান্তির ঘটনা গভীর উদ্বেগজনক। কিছু উসকানিমূলক অপপ্রচার ও কুরআন অবমাননার গুজবকে কেন্দ্র করে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির যে অপচেষ্টা চলছে, তা সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্রমূলক উদ্যোগ। এ ধরনের বিভেদমূলক কার্যকলাপ দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির মূলে আঘাত হানার এক গভীর ষড়যন্ত্র। বক্তারা আরো বলেন, বাংলাদেশে হিন্দু-মুসলিমের সহাবস্থান হাজার বছরের ঐতিহ্য। হিন্দুস্তান বা অন্য কোনো দেশের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে আমাদের এই ঐতিহ্য নষ্ট হতে দেওয়া যাবে না। এই ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাবেশে জাগপার ৭ দফা দাবি উপস্থাপনা করা হয়। দাবিগুলো হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং জুলাই সনদের আলোকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন কর। গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করার জন্য কার্যকরী জোড়ালো পদক্ষেপ গ্রহণ কর। পিলখানা, শাপলা, মোদিবিরোধী আন্দোলন, জুলাইসহ সকল গণহত্যা ও আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার লক্ষ্যে, আওয়ামী আমলে ভারতের সাথে সম্পাদিত গোপন অসম সকল চুক্তি জনসম্মুখে আনতে হবে এবং বাতিল করা। সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের মতোই তাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা ও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন করা। বক্তারা উল্লেখিত ৭ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। বিজ্ঞপ্তি