শিক্ষকরা মানুষ গড়ার কারিগর,শিশুদের সুশিক্ষায় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। আপনাদের দায়িত্বশীল আচরণের মাধ্যমে ছাত্ররা মানবিক মানুষ হিসেবে গড়ে উঠে। তাই আপনারা আরও নিজ নিজ অবস্থা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আগামী দিন গুলোতে আহবান জানিয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক।
শিক্ষকের কন্ঠ শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন।
শনিবার ৫ (অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো:সোলেমান মিয়ার সভাপতিত্বে ও বড়দল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল আলম মো: নুরুল হুদার পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জয়নাল আবেদীন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: রুকন উদ্দিন,উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী, আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র দে, তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা ইশতিয়াক আহমদ, সহকারী অধ্যাপক লিপি ভৌমিক, জামালগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শামীম রশীদ, বীর জয় লক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আলাল উদ্দিন আলাল, বালিজুরী সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো: জহিরুল ইসলাম প্রমুখ।