সিলেট মহানগর ইমাম সমিতির সাথে এসএমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৫
সিলেট মহানগর ইমাম সমিতির সাথে এসএমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট  মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে সিলেট মেট্রোপলিটন  পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এর সাথে ২৩শে সেপ্টেম্বর মঙ্গলবার  সকাল ১০টায়  মহানগর ইমাম সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইমাম সমিতির সদস্যগণ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং পুলিশ কমিশনার  তা সমাধানের বিষয়ে আলোচনা করেন।

এ সময় পুলিশ কমিশনার বলেন, সিলেটকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে হলে সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান চলবে। নগরীতে শৃঙ্খলা না ফেরা পর্যন্ত ট্রাফিক অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান, নিরাপদ নগরী গড়তে সকলের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। ইমামদের উদ্দেশ্যে বলেন, আপনারা সমাজের আলোকবর্তিকা। মসজিদে বয়ানে মাদক, কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি ও ট্রাফিক আইনের বিষয়ে সচেতনতামূলক আলোচনা করুন। মানুষকে মোটিভেশন ও আইন প্রয়োগের মাধ্যমে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। তিনি জানান, ‘জিনিয়া অ্যাপ’ খুব শিগগিরই চালু হবে, যার মাধ্যমে ঘরে বসেই জিডি, মামলা ও পুলিশিং সেবা পাওয়া যাবে। মাদক, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ সম্পর্কিত তথ্যও এই অ্যাপের মাধ্যমে পাঠানো যাবে। তিনি সবাইকে আহ্বান জানান—আমরা একসাথে মিলে একটি আধুনিক ও নিরাপদ সিলেট গড়ে তুলব।
এসময় উপস্থিত ছিলেন এসএমপি‘র বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ ও মহানগর ইমাম সমিতির সদস্যগণ।