সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্ট এবং অনলাইন নিউজ পোর্টাল সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকমের বার্তা সম্পাদক সাংবাদিক মোঃ আলমগীর আলমের ব্যক্তিগত ব্যবহৃত ফেসবুক (md.Alamgir Alam ) নামের ফেসবুক হ্যাক করা হয়েছে।
১৬ই সেপ্টেম্বর মঙ্গলবার সকালে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান।
এক বার্তায় সাংবাদিক মোঃ আলমগীর আলম জানান,সহকর্মী সাংবাদিক ও পরিচিতদের উদ্দেশে অবহিত করে তিনি জানান ,এই মুহূর্তে ওই আইডি থেকে যদি কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করে, কোনো প্রকার অনুরোধ বা অস্বাভাবিক বার্তা পাঠায় কিংবা কোনো ধরনের আর্থিক সাহায্য চায় তাহলে অনুগ্রহ করে কোনোভাবেই সাড়া দেবেন না এবং আমাকে অবহিত করবেন।’ তিনি আরো বলেন, ‘হ্যাকার দ্বারা কোনো বিভ্রান্তিমূলক তথ্য, ছবি বা বার্তা ছড়ানো হতে পারে আমার নামে কোনো কিছু দেখলে আমাকে অন্য কোনো মাধ্যমে জানাবেন। গুরুত্বপূর্ণ এই বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি।