দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুফতি নেহাল উদ্দিনকে সংবর্ধনা প্রদান

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৫
দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুফতি নেহাল উদ্দিনকে সংবর্ধনা প্রদান

 

হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি’র ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি ও মহানগর বিএনপির সহ সভাপতি মুফতি নেহাল উদ্দিন স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান গত ৩০ আগস্ট শনিবার রাতে নগরীর দরগা বাজারস্থ একটি অভিজাত হোটেলের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি সহ-সভাপতি জুনেদ আহমদ শওকাত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান দুদু’র পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সিলেট জেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সভাপতি শাহ মোঃ আহমেদুর রব, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক আবুল কালাম, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ, এলিগ্যান্ট মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান নান্নু, রাজা জিসি হাই স্কুল মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাবেদ কদির।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা কবির চৌধুরী, সহ-সভাপতি মোঃ লুৎফুর রহমান লিলু, সহ-সাধারণ সম্পাদক মোঃ হেলাল মিয়া, অর্থ সম্পাদক মোঃ শাকের আহমদ চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক মোঃ সাজিদুর রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সদস্য এস.এম. মোর্শেদ আহমদ টিপু, কার্যনির্বাহী সদস্য মোঃ শহিদুল হক ও মোঃ তানিমুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মুফতি রায়হান উদ্দিন মুন্না, সিলেট জেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি খালেদ আহমদ, কয়েছ আহমদ, জাহিদ উদ্দিন কোরেইশী, মুফতি মঈন উদ্দিন, নেছারুল হক চৌধুরী, সালেহ আহমদ চিনু, এডভোকেট আলী মোস্তফা মিশকাতুন নূর, মুফতি কমর উদ্দিন, সৈয়দ রাজন আহমদ, মুফতি আছেফ আবরার, মুফতি মোঃ আশরাফ আবরার, মহরম আলী, বুলবুল আহমদ বুলু, দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র পেইজ ডিজাইনার মোঃ ফয়ছল হোসেন, মুফতি আছেফ আবরার, মুফতি মোঃ আশরাফ আবরার প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মোঃ মাহবুব।
সংবর্ধিত অতিথি মুফতি নেহাল উদ্দিনকে সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, কল্যণ ও জীবন মান উন্নয়ননে ব্যবসায়ী মুফতি নেহাল উদ্দিন আন্তরিকতার সাথে কাজ করেছেন। ব্যবসায়ীদের সুখে দুঃখে তিনি সব সময় পাশে থাকতেন। উন্নত জীবনমানের উদ্যোশে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, সেখান গিয়েও তিনি সিলেটের ব্যবসায়ীদেকে দিকনির্দেশনা ও পরামর্শের মাধ্যমে সর্বদা সহযোগিতা করবেন। বক্তারা বলেন, ব্যবসায়ী, সমাজসেবী ও রাজনীতিবীদ মুফতি নেহাল উদ্দিন সূদুর প্রবাসে থাকলেও কর্মদক্ষতা ও কাজের মাধ্যমে ব্যবসায়ীদের হৃদয়ে থাকবেন। বক্তারা তাঁর সর্বাঙ্গীন উন্নতী ও সফলতা কামনা করেন। বিজ্ঞপ্তি