লিডিং ইউনিভার্সিটির অগ্রগতিতে অ‍্যালামনাইদের ভূমিকা প্রশংসনীয় — দানবীর ড. সৈয়দ রাগীব আলী

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৫
লিডিং ইউনিভার্সিটির অগ্রগতিতে অ‍্যালামনাইদের ভূমিকা প্রশংসনীয় — দানবীর ড. সৈয়দ রাগীব আলী

লিডিং ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ বিভাগের অ‍্যালামনাইদের পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকাল ১১টায় লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের (মেজর: ইসলামি অর্থনীতি ও ব্যাংকিং) অ‍্যালামনাইদের আনন্দ শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনসহ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

আনন্দ র‍্যালী পরবর্তী বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী-১ এ প্রথম অ‍্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী অ্যালামনাইদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আজ আমি খুবই খুশি এবং আনন্দিত আপনাদের সাথে দেখা হয়েছে। আপনারা জানেন লিডিং ইউনিভার্সিটির সুন্দর পরিবেশে এ বিভাগে ইসলামিক জ্ঞানার্জনের সুযোগ রয়েছে যা সিলেটের কোন বিশ্ববিদ্যালয়ে নেই। আপনারা সবাই বিভিন্ন জায়গায় সাফল্যের সাথে কর্মরত রয়েছেন, তাই আপনাদের কাছে আমাদের প্রত‍্যাশা এ বিভাগের উন্নয়ন।” তিনি আশা প্রকাশ করেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ বিভাগ আরো এগিয়ে যাবে। পরিশেষে এ বছরের মধ‍্যেই লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত হবার সম্ভাবনার কথা ঘোষণা করেন তিনি।

লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, বৃহত্তর সিলেটে একমাত্র লিডিং ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগ চালু রয়েছে। দানবীর ড. সৈয়দ রাগীব আলী ইসলামিক স্কলার তৈরির জন্য এ বিভাগ চালু করেছেন। তুলনামূলক কম খরচে ইসলামিক উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ রয়েছে এ বিভাগে। এখান দেখে অর্জিত জ্ঞানের সুমহান সৌন্দর্য সমাজ থেক দেশ এবং বিদেশে ছড়িয়ে দিবেন আজকের এই অ‍্যালামনাইগণ। তাই এ বিভাগের উন্নতিই তাদের উন্নতি। তিনি আরো বলেন, শুধু দক্ষ মানব সম্পদ তৈরি করার স্বপ্ন নয়, ইসলামিক নৈতিক জ্ঞান সম্পন্ন দক্ষ নেতৃত্ব গড়ার প্রয়াস ও প্রচেষ্টাও রয়েছে উপমহাদেশের প্রখ‍্যাত দানবীর লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. সৈয়দ রাগীব আলীর। পরিশেষে তিনি আশা প্রকাশ করেন অচিরেই রাগীব নগর সিলেটের মধ‍্যে একটি শিক্ষা নগরীতে নরিনত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই এবং লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম। এতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমান। আরো বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ছাত্র কল‍্যাণ উপদেষ্টা প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়া, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারি অধ‍্যাপক ড. ফজলে এলাহী মামুন এবং এডজাক্ট ফেকাল্টি আবু তাহের মো. আব্দুস সালাম মাদানী।

লিডিং ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মো. মামুনুর রশিদের সঞ্চালনায় প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে অ‍্যালামনাইদের মধ‍্যে বিভাগের উন্নয়নে তাদের মূল্যবান মতামত উপস্থাপন করেন এবং অনুভূতি ব‍্যক্ত করেন, মো. আব্দুল হাফিজ, নাসিমা রহমান, হোসনে আরা, নিজাম উদ্দিন, সালেক আহমেদ, আব্দুল ওয়াহাব, মোশাররফ হোসেন, হাফিজুর রহমান, আজির উদ্দিন পাশা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও তিলাওয়াতের অনুবাদ করেন ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল হক মো. আব্দুশ শহিদ এবং আব্দুস সালাম। এতে নাশীদ পরিবেশন করেন ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জামেউর রহমান।
অনুষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক আবুল কালাম আজাদ ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।