গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইস্ট লন্ডন ব্রাঞ্চের সভা ও পূনাঙ্গ কমিটি গঠিত

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৫
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইস্ট লন্ডন ব্রাঞ্চের সভা ও পূনাঙ্গ কমিটি গঠিত

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউ কের (জি.এস.সি) ইস্ট লন্ডন ব্রাঞ্চের নব-নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) যুক্তরাজ্যের লন্ডনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

জি.এস.সি ইস্ট লন্ডন ব্রাঞ্চের নবনির্বাচিত সভাপতি সৈয়দ জিল্লুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে আর্থিক হিসাব উপস্থাপন করেন সংগঠনের ট্রেজারার সালেহ আহমেদ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের রিলিজিয়াস সেক্রেটারি আসরাফ হোসেন চৌধুরী।
জি.এস.সি ইস্ট লন্ডন ব্রাঞ্চের ২০২৫-২৭ সালের পূনাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহান চৌধুরী।
নবগঠিত কমিটির দায়িত্বশীলগন হচ্ছেন- ভাইস চেয়ারম্যান যথাক্রমে মোঃ আখলাকুর রহমান, আহবাব মিয়া, মজির উদ্দিন, আলহাজ্ব ফারুক মিয়া, ফারুক মিয়া জিলু, সৈয়দ সহিদুল ইসলাম, মোঃ আব্দুস সোবহান, কাজী তাজ উদ্দিন আহমেদ আকমল, মোঃ নুরুল আলম, মোকতার আহমেদ, জয়েন্ট সেক্রেটারি যথাক্রমে- মোঃ লিটন মিয়া, মোঃ নিয়ামুল হক ম্যাক্সিম, সালেহ আহমেদ, জয়েন্ট ট্রেজারার মোঃ নুর আহমেদ, সোহেল আহমেদ, অর্গানাইজিং সেক্রেটারি তাজ উদ্দিন, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি ওয়ালিদুর রহমান, আলী নেওয়াজ, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মির্জা আবুল কাসেম, জয়েন্ট প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মোঃ ছফর উদ্দিন, রিলিজিয়াস সেক্রেটারি আশরাফ হোসাইন চৌধুরী, জয়েন্ট রিলিজিয়াস সেক্রেটারি জাহেদ মিয়া, স্যোশিয়াল ওয়েলফেয়ার সেক্রেটারি মোঃ শাহজাহান, মেম্বরশীপ সেক্রেটারি আমীর হোসাইন, জয়েন্ট মেম্বারশীপ সেক্রেটারি জগলুল খান, এডুকেশন সেক্রেটারি সাইফুল ইসলাম, ইয়থ সেক্রেটারি বকুল আহমেদ, স্পোর্টস সেক্রেটারি কামরান হোসাইন রাজীব, উইমেন্স সেক্রেটারি মিসেস সাহিনা চৌধুরী, ইসি মেম্বার যথাক্রমে মোসতাক আহমেদ, ময়নুল ইসলাম, মোঃ রেদওয়ান হোসাইন, কো- অপটেড মেম্বার সৈয়দ জহরুল হক, মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ জগমবর আলী, হাজী ইরফান আলী, আব্দুল কাদির, দিলবর আলী, মোঃ সিপলু আহমেদ, আফজল হোসাইন সেলিম, সৈয়দ ছফর আলী, মসরুল হোসাইন, খালেদুল কিবরিয়া।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিএসসি সেন্ট্রালের নেতা এম এ আজীজ, সুফি সোহেল আহমেদ, এম এ গফুর. আব্দুল মালিক কুটি। নব-নির্বাচিত কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ আখলাকুর রহমান, আহবাব মিয়া, মুজির উদ্দিন, ফারুক মিয়া জিলু, মোঃ আব্দুস সোবহান, কাজী তাজ উদ্দিন, মোকতার আহমেদ, মোঃ নুরুল আলম ,নুর আহমেদ, ওয়ালিদুর রহমান, মির্জা আবুল কাসেম, মোঃ সফর উদ্দিন, আমীর হোসাইন, জগলুল খাঁন, আলী নেওয়াজ, মোসতাক আহমেদ, লিটন আহমেদ, মোঃ দেওয়ান হোসাইন, মাসরুল হোসাইন, আশরাফ উজ জামান, সুমন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইস্ট লন্ডন ব্রাঞ্চের নবগঠিত কমিটির মাধ্যমে আগামী দিনে জি এস সি সহ কমিউনিটির সার্বিক উন্নয়নে জুড়ালো ভূমিকা রেখে দেশ জাতী ও মানুষের কল্যাণে ভুমিকা রেখে সংগঠনের ঐতিহ্য ও সুনাম বৃদ্ধির পাশাপাশি কার্যক্রম আরো গতিশীল হবে। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি সৈয়দ জিল্লুল হক এর সমাপনী বক্তব্যের মাধ্যমে সভা সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি