টুকেরবাজার এলাকায় সুরমা নদী থেকে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত আগস্ট ২১, ২০২৫
টুকেরবাজার এলাকায় সুরমা নদী থেকে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

অদ‍্য বৃহস্পতিবার সকালে সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন টুকেরবাজার খেয়াঘাট এলাকায় সুরমা নদী হইতে ভেসে উঠা এক কিশোরের লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে জালালাবাদ থানা পুলিশ কর্তৃক উক্ত লাশ উদ্ধার করা হয়। নিহত কিশোর কোতয়ালী মডেল থানাধীন বেতের বাজার জামেয়া নূরুল হেরা মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। উদ্ধারকৃত লাশের পরিচয় এবাদুর রহমান আবির (১৩),পিতাঃ মিজানুর রহমান মুসা,স্থায়ী ঠিকানাঃসাংতামাবিল(সোনাটিলা),ডাকঃজাফলং-৩১৫১,থানা—গোয়াইনঘাট,জেলা—সিলেট। বর্তমান ঠিকানাঃ

সাং—বেতের বাজার, ঘাসিটুলা,থানা—কোতয়ালী (১০ নং ওয়ার্ড),জেলা—সিলেট। শিক্ষাপ্রতিষ্ঠানঃ বেতের বাজার জামেয়া নূরুল হেরা মাদ্রাসা, হিফজ বিভাগ, কোতয়ালী, সিলেট।

উল্লেখ্য,যে গত ১৯-০৮-২০২৫ ইং তারিখে আনুমানিক ১২ ঘটিকায় মৃতের বাসা সংলগ্ন সুরমা নদীর তীরবর্তী মাঠে ফুটবল খেলতে যায়। খেলার এক পর্যায়ে  ফুটবল  সুরমা নদীতে পড়ে গেলে, সে বলটি  তুলে আনতে নদীতে নামে।  বল আনতে গিয়ে একপর্যায়ে  কোরআনে হাফেজ আবির নদীর পানিতে তলিয়ে যায়।স্থানীয় ডুবুরি ফায়ারসার্ভিসের কর্মীরা বেশ কয়েকঘন্টা চেষ্টা চালিয়েও তার কোন খোঁজ পাননি। অবেশেষে ওইদিন রাতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।  ঘটনার প্রায় ৪৮ ঘন্টা পর অদ‍্য বৃহস্পতিবার সকালে  লাশ ভেসে উঠলো টুকেরবাজার এলাকায় সুরমা নদীতে। জালালাবাদ  থানা পুলিশ কর্তৃক উক্ত লাশ উদ্ধার করা হয় বলে জানা যায়।