এসো আলোর সন্ধানে যুব সংগঠন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে ১৫ আগস্ট ২৫ ইং সকাল ১০টায় সিরাজপুর কালিরগাও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও রক্তে গ্রুপ নির্ণেয় আয়োজন করা হয়।
এসো আলোর সন্ধানে যুব সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো: নবী হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা এখলাছুর রহমান- সাধারণ সম্পাদক সিরাজপুর কালিরগাও উচ্চ বিদ্যালয় সিলেট।
প্রধান অতিথি বলেন সিলেট জেলার জালালাবাদ থানার প্রতন্ত অঞ্চলে এরকম একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য এসো আলোর সন্ধানে যুব সংগঠন কেন্দ্রীয় কমিটি নারানগঞ্জ এবং সিলেট বিভাগীয় কমিটিকে কে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মো নিজাম উদ্দিন- উপদেষ্টা ও আজীবন সদস্য এসো আলোর সন্ধানে যুব সংগঠন কেন্দ্রীয় কমিটি, মেরিন চিফ ইঞ্জিনিয়ার মো: আব্দুল আজিজ-উপদেষ্টা ও আজীবন সদস্য এসো আলোর সন্ধানে যুব সংগঠন কেন্দ্রীয় কমটি, স্কাউটার মো: আরিফুর রহমান- উপদেষ্টা এসো আলোর সন্ধানে যুব সংগঠন সিলেট বিভাগীয় কমিটি , মো: আশরাফুল আহমদ- সভাপতি এসো আলোর সন্ধানে যুব সংগঠন সিলেট বিভাগীয় কমিটি এবং প্রধান শিক্ষক সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়, সহকারী প্রধান শিক্ষক মাওলানা নুরুজ্জামান সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়, বিদ্যালয় কার্যকারী কমিটির দাতা সদস্য আশিদ আলী, বিদ্যালয় কার্যকারী কমিটির অভিভাবক প্রতিনিধি আব্দুর রাহমান, বিদ্যালয় কার্যকারী কমিটির সদস্য আলতা মিয়া, সুরুজ মিয়া, বিলাল মিয়া, হবির মিয়া, মো: জাবেদ আহমদ- সহ-সভাপতি এসো আলোর সন্ধানে যুব সংগঠন সিলেট বিভাগীয় কমিটি। এছাড়া উপস্তিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাভলী বেগম, মুমিনুর রশিদ সুবেল ও আফাজ্জুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, কাজল সরকার- মহিলা বিষয়ক সম্পাদক এসো আলোর সন্ধানে যুব সংগঠন কেন্দ্রীয় কমিটি, নাঈম আহমদ, রুহুল আহমদ এবং হাফিজ মুনায়েম আহমদ- সদস্য এসো আলোর সন্ধানে যুব সংগঠন, সিলেট বিভাগ।
উক্ত প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণে বিভিন্ন ধরনের দূর্ঘটনা থেকে কিভাবে তাৎক্ষণিক পরিত্রাণ পাওয়া যায়,শক ও তার প্রতিকার,রক্তপাত ও ব্যবস্থাপনা, ক্ষত ও ক্ষতের পরিচর্যা, ফিট,মুর্ছা ও অজ্ঞান বিষয়ক আলোচনা, পোড়া ও তার প্রতিকার,বিষক্রিয়া ও কামড়,হাড় ভাঙ্গা ও তার প্রতিকার, ব্যান্ডেজ ও রোগী পরিবহন ও ব্যবহারিক বিষয়ে আলোচনা করা হয়।এছাড়াও উপস্থিত প্রাথমিক চিকিৎসা বিষয়ে বিভিন্ন পদ্ধতির ব্যবহার ও প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে রক্তের গ্রুপ নির্ণেয় করা হয়।
অনুষ্ঠান শেষে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।