সিলেট শহরের সবুজবাগ এলাকার একটি ফিশারি থেকে ইমরানা আক্তার রুমার (২৫) নামে এক নারীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামী কানাডা প্রবাসী মো: ফখরুল হাসান তাপাদার। সোমবার সন্ধ্যায় শ্বশুরের সঙ্গে বাড়ি ফেরার পথে বিয়ানীবাজারের জায়গীরদার মসজিদের সামনে গাড়িতে একা থাকাকালে তিনি নিখোঁজ হন। পরদিন ভোরে তার লাশ পাওয়া যায়।
পুলিশের ধারণা, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।