অতিবৃষ্টিতে বাসিয়া-পদ্মার ম্যাচ পরিত্যক্ত; সুরমার জয় ও বজর প্লেয়ার অব দ্য ম্যাচ

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, মে ৮, ২০২৫

অতিবৃষ্টিতে বাসিয়া-পদ্মার ম্যাচ পরিত্যক্ত; সুরমার জয় ও বজর প্লেয়ার অব দ্য ম্যাচ

সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘সিলেট ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’-এর প্রথম ম্যাচে বাসিয়া টাইটানস ও পদ্মা প্লাটুনের মধ্যে খেলা অতিবৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। উভয় দল ১-১ পয়েন্ট পাবে। দ্বিতীয় ম্যাচে সুরমা গ্ল্যাডিয়েটর্স মেঘনা সুপার জায়েন্টসকে ২২ রানে হারিয়ে জয়ী হয়। সুরমার খেলোয়াড় বজর (৩৪ বলে ৪৮ রান) প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সিলেট জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সাহাজ উদ্দিন টিপু, নাজিম উদ্দিন সাহান, ওয়াহিদ উমায়ের ও আব্দুল আহাদ খান জামাল উপস্থিত ছিলেন।

আগামীকালের ম্যাচ সূচি হলো প্রথম ম্যাচ (সকাল ৯:৩০টা): যমুনা ওয়ারিয়র্স বনাম কুশিয়ারা সুপার কিংস। দ্বিতীয় ম্যাচ (বিকাল ১:৪৫টা): পদ্মা প্লাটুন বনাম সুরমা গ্ল্যাডিয়েটর্স।

এ সংক্রান্ত আরও সংবাদ