সিলেট ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, মে ৩, ২০২৫
মহান মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৬৬৯ এর উদ্যোগে এক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মহিবুর রহমান শামীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম, প্রচার সম্পাদক আব্দুস সোবাহান, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, অফিস সম্পাদক বাহার উদ্দিন, সংগঠনের মীরাপাড়া শাখার সভাপতি কাঞ্চন মিয়া, সাধারণ সম্পাদক হারুন আর রশিদ, সদরপাড়া শাখার সভাপতি বেনু মিয়া, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ঈদগা শাখার সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সালমান, বালুরচর শাখার সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, চৌকিদেখী শাখার সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, সুবিদবাজার শাখার সভাপতি আক্কাস আলী, সাধারণ সম্পাদক রোকন নূর, সোনাতলা শাখার সভাপতি মোমেন হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, মোল্লারগাঁও ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শরীফ মিয়া, কানিশাইল শাখার সভাপতি সাবু মিয়া, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, মজুমদার পাড়ার সভাপতি খাজা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সিসিকের ২২ নাম্বার ওয়ার্ডের সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক জালাল আহমদ, প্রকাশ চন্দ্র দাস প্রমুখ।
সমাবেশে বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন, বর্তমান ডিজিটাল এই যুগে রিক্সা চালকরা অতিকষ্ট করে পায়ে প্যাডেল দিয়ে যাত্রী বহন করছেন। তা অত্যন্ত দুঃখজনক। তাদের কষ্ট লাঘবে যুগের সাথে তাল মিলিয়ে রিক্সায় মোটর লাগিয়ে চালকরা নগরীতে রিক্সা চালাতে গেলে প্রশাসনের হয়রানির শিকার হচ্ছেন।
বক্তারা বলেন, সিলেট ছাড়া দেশের বিভিন্ন জেলায় ব্যাটারী চালিত রিক্সা বৈধভাবে চলাচল করলেও শুধু সিলেটে বাধার মুখে পড়েন রিক্সা চালকরা।
বক্তারা বলেন, রিক্সা চালকরা মানবেতর জীবন যাপন করছেন। তাদের কষ্ট দূর করতে সরকারি রেশনসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025