সিলেট ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, মে ১, ২০২৫
পহেলা মে
গুলশান আরা রুবী।
আজ মে মাসের, এক তারিখ
এই দিনে আমেরিকার শিকাগো
নেমে ছিলো রক্তের ঢল,
বীর শ্রমিকের দাবি আদায়ে
সকল শ্রমিক এক হয়েছিল
১৮৮৬ সালে অধিকার আদায়ে
দিতে হয়েছে শত শ্রমিকের তাজা প্রাণ,
শিকাগো হে মার্কেটের সম্মুখ দিক
হয়েছিল রক্তে লাল,
আজ তাদের কারণে
সারা বিশ্ব জুড়ে পালন হয়
পহেলা মে দিবস,
জয় হোক সকল শ্রমিকের
জয় হোক তাদের শ্রম,
দিন মজুরি ভাই বোনরা
পাক তাদের পূর্ণ অধিকার,
তাদের সঠিক মজুরির দাম,
যাদের প্রাণের ত্যাগে হয়েছে
শান্তি,
পুর্ণ হয়েছে দিন মজুরি ভাই বোনদের বাসনা,
যারা শহীদ হয়েছেন
জীবন যাত্রার তরী চালিয়ে,
তাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা
লাখ মানুষের স্মরনে বেঁচে থাক
পবিত্র রূপে পবিত্র স্থানে,
ঐক্য বিনা বিকল্প কিছু নাই
মানুষ যখন কঠিন ঐক্য বাঁধে
অনৈক্য তখন কাছে আসে না ভয়ে।
লেখক: কবি ও সাহিত্যিক।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025