নাদিয়া শিক্ষার্থীদের মধ্যে মহাগ্রন্থ আল-কোরআন বিতরণ

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৫

নাদিয়া শিক্ষার্থীদের মধ্যে মহাগ্রন্থ আল-কোরআন বিতরণ

ইসলাম শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলালের উদ্যোগে নাদিয়া শিক্ষার্থী ছাত্র-ছাত্রীদের মধ্যে মহাগ্রন্থ আল-কোরআন বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) দুপুর ২টায় জৈন্তাপুর উপজেলার সারীঘাট, দিগারাইল কেন্দ্রীয় জামে মসজিদে এ মহতী আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – পাখি বিল আনোয়ারুল উলুম মাদ্রাসার মুহতামিম বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ফয়জুল ইসলাম, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা এনামুল হাসান, সাংবাদিক মুরাদ হাসান, হাফিজ নোমান আহমদ, হাফিজ সুয়েব আহমদ, বিশিষ্ট মুরব্বি জহিরুল ইসলাম, আবদুস সোবহান স্থানীয় ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন এবং আল-কোরআনের শিক্ষাকে জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

গোলজার আহমদ হেলাল তার বক্তব্যে বলেন, “ইসলাম শিক্ষার প্রসার এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে কোরআন শিক্ষা অপরিহার্য। আল-কোরআন শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি মানবজীবনের সর্বোত্তম দিকনির্দেশনা প্রদান করে।”

অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ইসলামিক শিক্ষার গুণগত মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। শিক্ষার্থীরা কোরআন হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রমে দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছেন। এ উদ্যোগও তার মানবিক প্রচেষ্টার অংশ হিসেবে প্রশংসিত হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ