শান্তি-শৃঙ্খলা, সৌহার্দ ও সম্প্রীতি রক্ষায় পায়রা সমাজকল্যাণ সংঘের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৪

শান্তি-শৃঙ্খলা, সৌহার্দ ও সম্প্রীতি রক্ষায় পায়রা সমাজকল্যাণ সংঘের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি, পেশা ও সামাজিক সংগঠনের মধ্যে শান্তি-শৃঙ্খলা, সৌহার্দ ও সম্প্রীতি রক্ষায় পায়রা সমাজকল্যাণ সংঘ আয়োজিত এক মতবিনিময় সভা গত ১৪ সেপেস্টেম্বর শনিবার রাতে নগরীর দরগাহ মহল্লাস্থ মুহিবুর রহমান একাডেমীর হল রুমে অনুষ্ঠিত হয়।
দরগা-এ হযরত শাহজালাল (রহ.) এর মোতাওয়াল্লী সরেকওম ফতেহ উল্লাহ আল আমান এর সভাপতিত্বে এবং পায়রা সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান দুদু ও সদস্য আনোয়ার হোসেইনের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পায়রা সমাজ কল্যাণ সংঘের সভাপতি মাহমুদুল হক মাসুম, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আহমদ, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সংঘের কোষাধ্যক্ষ নিয়াজ মোঃ আজিজুল করিম, দরগা-এ হযরত শাহজালাল রহ: খাদেম মুফতি বদরুন নূর সায়েক, হযরত শাহজালাল (রহ:) দরগাহবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা জাহিদ উদ্দিন আহমদ কোরেইশী, ভারপ্রাপ্ত সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সহ সভাপতি লুৎফুর রহমান লিলু, সহ সাধারণ সম্পাদক হেলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মোঃ মাহবুব, আইন বিষয়ক সম্পাদক সাজিদুর রহমান, সদস্য এ.এস.এম মুর্শেদ আহমদ টিপু, রাজারগলি সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা তৈয়বুর রহমান নানু, নূরজাহান মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক এম.এ আজিজ, মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহিবুর রহমান, বাংলাদেশ জামায়তে ইসলামী সিলেট সদর মডেল কোতোয়ালী থানার আমীর মাওলানা আজিজুল ইসলাম, ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম, সহ সেক্রেটারী কামরুজ্জামান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, সহ সভাপতি সৈয়দ রাজন আহমদ, সাংগঠনিক সম্পাদক আবুল মুনতাশির চৌধুরী, প্রচার সম্পাদক শাহীন আহমদ, ওয়েভস সমাজকল্যাণ সংস্থার সহ সভাপতি, যুব সংগঠক আফিকুর রহমান আফিক, চন্দ্রিমা সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহসিন আলী, সিলেটস্থ চাঁদপুর সমিতির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মুন্সি, সমাজকর্মী মুফতি কমর উদ্দিন কামু প্রমুখ। এছাড়াও বিভিন্ন সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শান্তি-শৃঙ্খলা, সৌহার্দ ও সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ওলিকূল শিরমণি হযরত শাহজালাল (রহ.) বাংলায় আগমনের পর এই উপমহাদেশে ইসলামের ঝাণ্ডা উড়ে। শত শত বছর ধরে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থান করে আসছেন। হযরত শাহজালাল (রহ.) মাজারের ঐতিহ্য ও সুনাম রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। বক্তরা বলেন, হযরত শাহজালাল (রহ.) শুধু সিলেট নয় সারা বাংলাদেশের মানুষের শ্রদ্ধার পাত্র। পবিত্র এই মাজারে শিরক, বেদাতের মত কোন কর্মকান্ড না চলে সে বিষয়ে সচেতন মহলকে অগ্রণী ভূমিকা পালন করার আহবান জানান।
বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রূহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ