সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫
বাংলাদেশ ঈকোয়ালিটি সোসাইটি (বেস) সিলেটের উদ্যোগে হত দরিদ্র অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গত ০১ ফেব্রুয়ারি শনিবার বিকালে নগরীর আখালিয়ার লেকসিটিস্থ বেস অফিসে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক।
বাংলাদেশ ঈকোয়ালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রুকসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান। বক্তব্য রাখেন ও উপস্থিতি ছিলেন প্রতিবন্ধী নাগরিক পরিষদ সিলেটের সিনিয়র সহ সভাপতি সৈয়দ আলমগীর হোসেন, সমাজসেবী ফজলুর রহমান, নারী নেত্রী ফাতেমা বেগম, শিক্ষক আফজাল শিকদার, আমিনিয়া মাদরাসার শিক্ষক মাওলানা মুহিবুর রহমান, আখালিয়াস্থ লেক সিটি মসজিদের ইমাম মাওলানা মাছুম আহমদ, মোয়াজ্জিন হাফিজ হেলাল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক মোঃ আব্দুর রফিক বলেন, হত দরিদ্র মানুষের জীবন মান উন্নয়ন ও সেবামূলক কাজের মাধ্যমে সরকারের পাশাপাশি বাংলাদেশ ঈকোয়ালিটি সোসাইটি সিলেটের সকল কার্যক্রম প্রশংসনীয়। এই সংগঠনের কাজের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হচ্ছেন। তিনি ঈকোয়্যালিটি সোসাইটির মতো অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে বঞ্চিত মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025