সিলেট ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫
সিলেট নগরী থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৯ জানুয়ারি) সকালে নগরীর সওদাগরটুলাস্থ বারী মিয়ার কলোনি থেকে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শুকুর আলী (৪০) সিলেটের বিশ্বনাথের রামপাশা গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। দুই স্ত্রীর কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে স্থানীয়দের ধারণা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুকুর আলী দুই বিয়ে করেছেন। প্রায়ই তার সাথে ২ স্ত্রীর ঝগড়া বিবাদ লেগে থাকতো। কয়েকদিন আগে এক স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এ নিয়ে প্রায়ই আত্মহত্যা করার হুমকি দিতেন শুকুর আলী। এর জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা বরা হচ্ছে।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুই স্ত্রীর সাথে মনোমালিন্যের জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন। প্রায় সময় তিনি আত্মহত্যা করার হুমকি দিয়ে আসছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com