আফগানিস্তানে গুলি করে নারী পুলিশ কর্মকর্তাকে হত্যা

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২১ | আপডেট: ৫:৩০:অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২১

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে গুলি করে এক নারী পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে এই শহরে নারীদের টার্গেট করে দ্বিতীয় গুলির ঘটনা ঘটলো। গত মঙ্গলবার জঙ্গিরা গুলি চালিয়ে তিন নারী টিকাকর্মীকে হত্যা করে। সাম্প্রতিক মাসগুলোতে সমগ্র আফগানিস্তানজুড়েই নারীদের টার্গেট করে হামলা চালাতে শুরু করেছে জঙ্গিরা। তারই অংশ হিসেবে বৃহস্পতিবারের এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ খবর দিয়েছে রয়টার্স।

খবরে বলা হয়, গুলিবিদ্ধ ওই নারী পুলিশকে জালালাবাদ সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা অরেন। ঘটনার সঙ্গে যুক্ত দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে।

থানায় যাওয়ার সময় ওই নারী কর্মকর্তাকে গুলি করা হয়। এখনো তালেবান বা ইসলামিক স্টেটের মতো কোনো জঙ্গি সংগঠন এ ঘটনার দায় স্বীকার করেনি।