টিকা নিয়ে ব্রিটেনকে দেখে নেওয়ার হুঁশিয়ারি ইউরোপিয়ান কমিশনের

প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২১ | আপডেট: ১০:৪১:পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২১

ইউরোপে করোনাভাইরাসের ভ্যাকসিন সরবরাহের পরিমাণ বৃদ্ধি না করলে ব্রিটেনকে একহাত দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়্যঁ।

বুধবার তিনি জানান, ব্রিটেন থেকে রফতানি হওয়া দেশগুলোয় টিকার সমান বণ্টন হওয়া প্রয়োজন। ব্রেক্সিটের পর করোনার ভ্যাকসিন ইস্যুতে কয়েকমাস ধরেই চলছে ইউরোপীয় জোট আর ব্রিটেনের মধ্যে চাপা উত্তেজনা।

প্রেসিডেন্ট বলেন, গেল এক মাসে বিশ্বের ৩৩টি দেশে ইউরোপীয় অঞ্চল থেকে চার কোটি ১০ লাখের বেশি ভ্যাকসিন পাঠানো হয়েছে।