বিজেপির গুরুত্বপূর্ণ এমপির আত্মহত্যা

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, |                          

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এমপি রাম স্বরূপ শর্মার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে রাজধানীর নয়াদিল্লির নর্থ অ্যাভিনিউয়ে তার নিজ বাড়িতে এ মরদেহ পাওয়া যায়।

দেশটির গণমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস এমন খবর দিয়েছে।

পুলিশের সন্দেহ, শর্মা আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ পাঠানো হয়েছে।

এই মৃত্যুর খবরে পার্লামেন্টারি বৈঠক বাতিল করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

১৯৫৮ সালে হিমাচল প্রদেশের মান্দি জেলায় তিনি জন্মগ্রহণ করেন। ২০১৪ সালে প্রথম লোকসভা নির্বাচনে জয়ী হন।

পরবর্তীতে ২০১৯ সালের সাধারণ নির্বাচনে তিনি ফের বিজয়ী হন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই এমপি।

স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন তিনি।