করোনায় স্পেনে বাংলাদেশিরা অসহায়

Jaber Jaber

Ahmed

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০ | আপডেট: ৪:৪৮:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০

এইস এম দবির তালুকদার, স্পেন থেকে :স্পেনে দ্বিতীয় ধাপে বাঙ্গালী পাড়ায় ঘরে ঘরে করোনা রোগ মহামারী আকার ধারণ করছে
স্পেনে গত মার্চ মাসে কভিড ১৯ করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছিল সরকার বাধ্য হয়েই লকডাউন ঘোষণা করে গত ১৪ মার্চ l
প্রায় চার মাস পর ভিন্ন বাধ্য বাধকতা জারি রেখে লকডাউন তুলে নিয়ে স্বাভাবিক গতিতে ফিরে এসেছিল দেশটি l আগস্ট মাসের প্রথম থেকে অদৃশ্য ভাইরাসটি আবার প্রভাব বিস্তার শুরু করে স্পেনের বিভিন্ন প্রদেশে,
এর মধ্যে খুলে দেয়া হয়েছিল ব্যবসা প্রতিষ্ঠানগুলো, বার রেস্টুরেন্ট সুপার মার্কেট মিউজিক ক্লাব এমন কি স্কুল-কলেজেও l
প্রতিদিনই বাড়ছে করোনা রোগী বিপর্যয় লক্ষ্য করে সরকার,ব্যবসা প্রতিষ্ঠান ও ঘনবসতি এলাকা,মেট্রোরেল পাবলিক বাস সব জায়গায়,দূরত্ব বজায় রেখে বিভিন্ন বিধিনিষেধ জারি করেছে l
স্পেনে দ্বিতীয় ধাপে প্রবাসী বাঙ্গালী পাড়া গুলিতে দেখা দিয়েছে করোনা ভাইরাসের প্রভাব l
কারণ প্রবাসেও বাংলাদেশীরা ধর্ম বর্ণ নির্বিশেষে আপন কৃষ্টি-কালচার কে বুকে লালন করে বেঁচে থাকে স্পেনের প্রবাসী বাংলাদেশিরাও তার ব্যতিক্রম নয় l
বিলাতে বাংলাদেশিরা প্রথমেই একটি এরিয়া বেঁচে নেয়ে একে অন্যের পাশাপাশি বসতি গড়ে তুলে l
প্রবাসে বেড়ে ওঠা বাঙালির ছেলে মেয়ে এবং নতুন প্রজন্মকে নিজের সংস্কৃতি কৃষ্টি কালচার এর সাথে পরিচয় ঘটাতে, প্রবাসী প্রত্যেকটি দেশে গড়ে তুলেন মসজিদ মন্দির সহ বাঙালিয়ানা পরিবেশ l
প্রবাসে আমাদের প্রতিদিনের নিয়মেই এই মহামারীতেও চলছে কুশল বিনিময় হাত মিলানো, চায়ের দোকানে বসে মিটিং-মিছিল আর আড্ডা l
বৈশ্বিক মহামারী করোনা আমাদেরকে তা থেকে বিরত রাখতে পারছে না, প্রবাসী বাঙালি সমাজে সচেতনতার ঘাটতি রয়েছে,নিয়ম মেনে চলছে না কেউ l
এমনটি হওয়ার কারণে একে অন্যের থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন বাঙ্গালী পাড়ার প্রতিটি ঘরে ঘরে l
গত ডিসেম্বর থেকে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার পর থেকে গণ সচেতনতামূলক লিফলেট ও প্রচার প্রচারণার সকল প্রচেষ্টা বিফল হলো স্পেনে প্রবাসী বাংলাদেশীদের কাছে l
প্রবাসেও সুশিক্ষার ওভাবে প্রতিহিংসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বাঙালির কৃষ্টি কালচার ও সুনাম l
করোনা ভাইরাস পজেটিভ নিয়েই একে অন্যের সাথে মেলামেশা করছে অবাধে,এ যেন নিজের সাথে অন্যকেও আক্রান্ত করে তোলার ভিশন প্রতিযোগিতা চলছে l
প্রবাসে করোনা ভাইরাস মহামারী থেকে বাংলাদেশী কমিউনিটি নিরাপদে থাকতে হলে আমাদের আরও দায়িত্বশীল এবং সচেতন হতে হবে l
ভাইরাসটি আপনার জন্য যেমন ক্ষতির কারণ,তার দ্বিগুণ হয়ে যায় বয়স্ক এবং রোগে আক্রান্ত দুর্বল মানুষগুলোর জন্য l
তাই অন্যকে সুরক্ষিত এবং ক্ষতির হাত থেকে বাঁচিয়ে রাখতে,আপনাকেই একজন দায়িত্বশীল মানুষের ভূমিকা পালন করার কোনো বিকল্পy নেই l
উচিত হলো রোগের সিমটম সর্দি কাশি জ্বর দেখা দিলে,ডাক্তারের পরামর্শ নেওয়া,এবং তখন থেকেই সতর্ক হয়ে আপনাকে হোম কোয়ারেন্টাইন মেনে চলা l
সবার জন্য এতটুকু ত্যাগ স্বীকার করে আপনি হয়ে উঠুন সমাজের একজন মহৎ ব্যক্তি এবং দায়িত্বশীল মানুষ l