ফ্রান্সের জনগণকে লকডাউনে বাধ্য করতে কন্ট্রোল বৃদ্ধি

Jaber Jaber

Ahmed

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, |                          

ফ্রান্সের জনগণকে লকডাউনে বাধ্য করতে কন্ট্রোল বৃদ্ধ
সোহেল আহমদ,প্যারিস, ফ্রান্স: ফ্রান্সের জনগণ করোনা দ্বিতীয় ধাপে ফ্রান্সে তোপ্রকট রূপ ধারণ করায় ফ্রান্সের প্রধানমন্ত্রী প্রথমে দেশকে কারফিউ জারি করেন পরবর্তীতে দেশকে লকডাউন ঘোষণা করেন। দ্বিতীয় ধাপের লকডাউন এ দেশের জনগণ রীতিমতো আইন অমান্য করছেন না। তাই সরকার ফ্রান্সের প্যারিসে কন্ট্রোল বৃদ্ধি – এটেস্টেশনবিহীন কাউকে পেলেই জরিমানা ।
আজ ১৩ নভেম্বর শুক্রবার সকাল থেকে প্যারিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ফ্রান্স পুলিশের কন্ট্রোল বাড়ানো হয়েছে । এটেস্টেশন ছাড়া যাকেই পাচ্ছেন সাথে সাথে স্বাস্থ্যবিধি ভঙ্গ আইনে ১৩৫ ইউরো জরিমানা করছেন ফ্রান্স পুলিশ যা ছিল আজ চোখে পড়ার মতো।
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে স্বাস্থ্যবিধি মেনে চললোন।