সিলেট ৩রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০
গ্রীস প্রতিনিধি,বাংলাদেশ আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দ কে, এথেন্স মহানগর যুবলীগের পক্ষ থেকে অভিনন্দন জানান,
এক বিবৃতিতে এথেন্স মহানগর নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র সুযোগ্য পুত্র বাংলাদেশ আওয়ামী যুবলীগের বর্তমান সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত আবিষ্কার বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারন সম্পাদক আলহাজ মাঈনুল হাসান খান নিখিল এর নেতৃত্বে আজ বাংলাদেশ আওয়ামী যুবলীগের যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়েছে,নব নির্বাচিত সকল সদস্যদের এথেন্স মহানগর আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে আশা নিয়ে শেখ ফজলে শামস্ পরশ ও মাঈনুল হাসান খান নিখিল কে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃত্বে নিয়ে এসেছিলেন আজকে তারা একটি সফল পূর্ণাঙ্গ কমিটি উপহার দিয়ে বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি প্রান্তে চড়িয়ে থাকে মুজিব আদর্শের যুবকদের নতুন আলোর পথ দেখিয়েছেন। আমরা এথেন্স মহানগর আওয়ামী যুবলীগের সর্বস্তরের নেতা কর্মীরা মনে করি ইউরোপ সহ পৃথিবীর যত জায়গাতে যুবলীগের নেতা কর্মীরা বিভেদ বিভাজনে জড়িত তাদের যুবলীগের এক পতকাতলে নিয়ে এসে বর্হিবিশ্বে যুবলীগ কে আরো শক্তিশালী করবেন।
এথেন্স মহানগর যুবলীগ আরও অভিনন্দন জানাতে চায় , ইউরোপ সহ বর্হিবিশ্বে অত্যন্ত পরিচিত মুখ বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বর্তমান কমিটির নব নির্বাচিত প্রেসিডিয়াম মেম্বার ড: সাজ্জাদ হায়দার ও বর্তমান কমিটির নব নির্বাচিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নড়াইল এর কৃতি সন্তান কাজী সরোয়ার হোসেন ।বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নবনির্বাচিত নেতৃবৃন্দ বিশেষ করে সিলেট বিভাগ থেকে নির্বাচিত,
★ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন-আইন বিষয়ক সম্পাদক।
★জনাব আব্দুল মুকিত চৌধুরী -মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক
★সুনামগঞ্জের কৃতি সন্তান শ্রদ্ধেয় ফজলে রাব্বি স্বরণ ভাই- উপ-সাংস্কৃতিক সম্পাদক।
★শেখ মোঃমিছির আলী,-উপ তথ্য ও গবেষণা সম্পাদক।
★সৈয়দা সানজিদা শারমিন-
উপ-মহিলা সম্পাদক
★নুরুল ইসলাম নুরু মিয়া-নির্বাহী সদস্য।
অভিনন্দন জানান গ্রীস এথেন্স মহানগর আওয়ামী যুবলীগের পক্ষে এথেন্স মহানগর যুবলীগের আহবায়ক মোহাম্মদ শাকের আহমেদ,
যুগ্ম আহবায়ক মোহাম্মদ জাবেদ মাহমুদ,যুগ্ম আহবায়ক মোহাম্মদ আব্দুস সালাম,যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাহেদ আহমদ,সদস্য মোহাম্মদ সোহেল আহমদ, সদস্য জিবান আহমদ, প্রমুখ
Chief Editor : Afroz Khan
Editor: Sunny Ahmed
Executive editor: Mohammed Taizul islam,
Message editor : Shahan Shah Ahmed
Call: +88 01995-019920
Office : West World Shopping City (7nd Floor), Zindabazar, Sylhet 3100
Email : info.Sylhetnewsworld@gmail.com
Web : www.SylhetNewsWorld.com