সিরিয়ার হামা প্রদেশে হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১

সিরিয়ার হামা প্রদেশে হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ

সিরিয়ার হামা প্রদেশে ১৯৮২ সালে চালানো হত্যাযজ্ঞের ঘটনা স্মরণ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ওই অঞ্চলের লোকজন।

এ সময় বিক্ষোভকারীরা সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পোস্টার ছিঁড়ে ফেলেন।

এ ঘটনায় সরকারি বাহিনী কমপক্ষে ২০ জনকে আটক করেছে। খবর আনাদোলুর।

সরকার আগে থেকেই এ অঞ্চলে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করে রাখে।

১৯৮২ সালে বাশার আল-আসাদের বাবা তৎকালীন প্রেসিডেন্ট হাফিজ আল-আসাদ হামা প্রদেশে সামরিক অভিযান চালিয়ে সরকারবিরোধী হিসেবে পরিচিত হাজারো বেসামরিক লোককে হত্যা করে।

ওই অভিযানের নেতৃত্ব দেন হাফিজ আল আসাদের ভাই রিফাত আল আসাদ।

তার নেতৃত্বাধীন বাহিনী তখন বেসামরিক এলাকায় ব্যাপক বোমা হামলা চালিয়ে হত্যাযজ্ঞ চালায়। সিরিয়ার ইাতহাসে তা এখন ১৯৮২ এর হত্যাযজ্ঞ নামে পরিচিত।

এ সংক্রান্ত আরও সংবাদ