প্রথমবারের মতো গরিলার দেহে মিলল করোনাভাইরাস

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, |                          

যুক্তরাষ্ট্রের সান দিয়েগো চিড়িয়াখানায় দুই গরিলাসহ তিনটি প্রাণীর দেহের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বিশ্বে প্রথমবারের মতো এই প্রজাতির প্রাণীর শরীরে ভাইরাসটির সংক্রমণের কথা জানা গেছে। খবর সিএনএনর।

চিড়িয়াখানার নির্বাহী পরিচালক লিসা পিটারসন সোমবার গণমাধ্যমকে জানিয়েছেন, একসঙ্গে থাকা আটটি গরিলার দেহে ভাইরাস রয়েছে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে কয়েকটির কাশিও হচ্ছে বলে জানান তিনি।

কয়েকটি গরিলার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, এখানকার কোনো কর্মীর দেহ থেকে প্রাণীগুলোর মধ্যে ভাইরাসটি ছড়িয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ৬ ডিসেম্বর থেকে জনসাধারণের জন্য বন্ধ রয়েছে সান দিয়েগো ওই চিড়িয়াখানা।

যুক্তরাষ্ট্রে কৃষি বিভাগের ন্যাশনাল ভেটেরিনারি সার্ভিসের পরীক্ষাগারে তিনটি গরিলার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। পরে সেখানকার আটটি গরিলার সব কয়টির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, পার্কের রক্ষণাবেক্ষণ কর্মীদের একজনের কাছ থেকেই গরিলাগুলোর দেহে করোনা সংক্রমিত হয়েছে। আক্রান্ত সব প্রাণীকেই আলাদা রাখা হয়েছে।