বৃটেনের সঙ্গে সীমান্ত বন্ধের আহবান ফরাসি বিশেষজ্ঞের

Jaber Jaber

Ahmed

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, |                          

ফ্রান্সের এখনই বৃটেনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়া উচিত বলে জানিয়েছেন ফরাসি মহামারি বিশেষজ্ঞ আরনদ ফোন্টানেত। তিনি ফরাসি সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্বরত রয়েছেন। সোমবার বিএফএম নামে একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেয়ার সময় তিনি এ আহবান জানান।

তিনি বলেন, বৃটেনে করনাভাইরাসের যে নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়েছে তা থেকে বাঁচতে এখনই এই পদক্ষেপ নেয়া প্রয়োজন। তিনি আরো বলেন, ফ্রান্সের উচিত মার্চ মাসের পূর্বেই ১০ থেকে ১৫ মিলিয়ন নাগরিককে ভ্যাকসিন প্রদান করা। জুন মাস নাগাদ এই সংখ্যা অন্তত ৩০ মিলিয়ন হওয়া উচিত।