সিলেট ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১
গত বছরের ১ জুলাই থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলতি অর্থবছরের ছয় মাসে কালো টাকা সাদা করার মাধ্যমে সুযোগ নিয়েছেন ৭ হাজার ৬৫০ করদাতা। এতে সরকার কর পেয়েছে ৯৬২ কোটি টাকা। চলতি অর্থ বছরে রিটার্ন দাখিল করেছেন ২১ লাখ ৫১ হাজার ৩২৬ করদাতা। সময় বাড়ানোর আবেদন করেছেন ২ লাখ ৫৮ হাজার করদাতা।
সোমবার এনবিআর এর দেয়া তথ্য অনুযায়ী, অপ্রদর্শিত নগদ অর্থ, ব্যাংকে জমা রাখা টাকা, ফ্ল্যাট ও জমি বৈধ করেছেন ৭ হাজার ৪৪৫ করদাতা।
বিপরীতে তারা কর দিয়েছেন ৯৪০ কোটি টাকা। আর শেয়ার বাজারে বিনিয়োগ করা কালো টাকা সাদা করেছেন ২০৫ জন। কর দিয়েছেন ২২ কোটি টাকা। অর্থনীতিতে গতি ফেরাতে চলতি অর্থ বছরের বাজেটে রিটার্নে অপ্রদর্শিত জমি, ফ্ল্যাটের আকার অনুযায়ী নির্দিষ্ট হারে নগদ অর্থ, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ডের ওপর ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়। বলা হয়, যারা এই সুযোগ নেবেন তাদের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলবে না কোনো কর্তৃপক্ষ।
গত বছর রিটার্ন দাখিল করেছেন ২২ লাখ করদাতা। সময় বাড়ানোর আবেদনকারীদের হিসাবে ধরা হলে চলতি বছরে ২৪ লাখ রিটার্ন জমা পড়বে বলে প্রত্যাশা এনবিআরের। প্রায় সাড়ে ২১ লাখ রিটার্নের বিপরীতে করদাতারা কর পরিশোধ করেছেন ৪ হাজার কোটি টাকা।
এনবিআর কালো টাকা সাদা করার এই সুযোগ দিচ্ছে এক বছরের জন্য। ২০২০ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত কালো টাকার উৎস না জানিয়েই সাদা করা যাবে। বিগত দশকগুলোতে বিভিন্ন সময়ে কালো টাকা সাদা করার অনুমতি দিয়েছে সরকার। তবে, খুব ভালো ফলাফল পাওয়া যায়নি।
এনবিআরের তথ্য অনুযায়ী, ২০০৭-০৮ এবং ২০০৮-০৯ অর্থবছরে সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নয় হাজার ৬৮২ কোটি ৯৯ লাখ টাকা সাদা করা হয়েছিল। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল। আওয়ামী লীগের আগের দুই মেয়াদে যথাক্রমে এক হাজার ৮০৫ কোটি টাকা এবং চার হাজার ৮৫৬ কোটি টাকা সাদা করা হয়েছিল।
জানা গেছে, এ পর্যন্ত দেশে ১৭ বার কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে। এতে প্রায় ১৪ হাজার কোটি টাকা সাদা হয়েছে। সবচেয়ে বেশি টাকা সাদা হয়েছে ২০০৭ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে। ওই সময় ৩২ হাজার ৫৫৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান এই সুযোগ নিয়েছিল। তখন ৯ হাজার ৬৮৩ কোটি টাকা সাদা করা হয়। তবে দেশে ঘোষণা দিয়ে প্রথম কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছিল ১৯৭৫ সালে, সামরিক আইনের আওতায়।
সূত্রে জানা যায়, এ পর্যন্ত দেশে ১৭ বার কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে। এতে প্রায় ১৪ হাজার কোটি টাকা সাদা হয়েছে। সবচেয়ে বেশি টাকা সাদা হয়েছে ২০০৭ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে। ওই সময় ৩২ হাজার ৫৫৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান এই সুযোগ নিয়েছিল। তখন ৯ হাজার ৬৮৩ কোটি টাকা সাদা করা হয়।
Chief Editor : Afroz Khan
Editor: Sunny Ahmed
Executive editor: Mohammed Taizul islam,
Message editor : Shahan Shah Ahmed
Call: +88 01995-019920
Office : West World Shopping City (7nd Floor), Zindabazar, Sylhet 3100
Email : info.Sylhetnewsworld@gmail.com
Web : www.SylhetNewsWorld.com