চীনে ২০ বছর দণ্ডিত উইঘুর চিকিৎসকের মুক্তি দাবি যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০ | আপডেট: ৬:৩৩:অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০

যুক্তরাষ্ট্রে প্রবাসী স্বজনরা মানবধিকারকর্মীর কাজ করায় এক উইঘুর চিকিৎসককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে চীন।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল এক্সিকিউটিভ কমিশন কমিটি (সিইসিসি) বুধবার চীনের প্রতি ওই আহ্বান জানিয়েছে। খবর রয়টার্সের।

গুলশান আব্বাস নামে ওই উইঘুর চিকিৎসক ২০১৮ সালের সেপ্টেম্বরে নিখোঁজ হন। এর পর গত বছরের মার্চ মাসে চীন সরকার তাকে সন্তাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০ বছরের কারাদণ্ড দেয়।

ওই চিকিৎসকের মেয়ে জিবা মুরাত দাবি করেন, মিথ্যা অভিযোগ এনে তার মাকে বিনাদোষে ২০ বছরের সাজা দিয়েছে চীন সরকার।

উইঘুর চিকিৎসক গুলশান আব্বাসের বোন রুশান আব্বাস বলেন, আমি ও আমার ভাই রিশাদ আব্বাস যুক্তরাষ্ট্রে ইউঘুরদের বন্দিশিবিরে আটক রাখার প্রতিবাদে সভা-সমাবেশ করায় আমার বোনকে মিথ্যা মামলায় ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

তিরি আরও বলেন, আমাদের ওপর নির্যাতন বন্ধ না করলে এবং আমার বোনকে মুক্তি না দেয়া পর্যন্ত আমরা আমাদের অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাব।