ভারত-লন্ডন ফ্লাইট বন্ধের মেয়াদ বাড়লো

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০ | আপডেট: ৬:৪৭:অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

নতুন করোনা ভাইরাস সংক্রমণের কারণে বৃটেন-ভারতের মধ্যে বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত অস্থায়ী সময়ের জন্য বর্ধিত করেছে ভারত। এ সিদ্ধান্তের ফলে আগামী ৭ই জানুয়ারি বৃটেনগামী এবং বৃটেন থেকে ভারতের উদ্দেশে ছেড়ে আসা ফ্লাইট নিষিদ্ধ থাকবে। ভারতের কেন্দ্রীয় বেসামরিক পরিবহন বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরি বুধবার এক টুইটে এ কথা জানিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন ফিন্যান্সিয়াল এক্সপ্রেস। এর আগে বৃটেন থেকে ভারতে সবরকম বাণিজ্যিক ফ্লাইট ২৩ শে ডিসেম্বর থেকে সাময়িক বন্ধের ঘোষণা দেয়া হয়েছিল। বৃটেন থেকে ভারতে আসা ২০ জনের দেহে এরই মধ্যে নতুন করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এর প্রেক্ষিতে হরদীপ সিং পুরি জানিয়েছেন ৭ই জানুয়ারির পর কঠোর নিয়ন্ত্রণের মধ্য দিয়ে বিমান চলাচল শুরু হতে পারে। এ বিষয়ে স্বল্প সময়ের মধ্যে ঘোষণা দেয়া হবে।

ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসেস, ন্যাশনাল টাস্কফোর্স, আইসিএমআর, নীতি আয়োগের সদস্যদের নিয়ে গঠিত যৌথ মনিটরিং গ্রুপের তথ্যের ওপর ভিত্তি করে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।