
কিছুতেই সিলেটের জনপদের পিছু ছাড়ছে না প্রাণঘাতি করোনাভাইরাস। শনিবার (২৫ জুলাই) এ বিভাগে পজিটিভ শনাক্ত হলেন আরও ৩৫ জন। এর মধ্যে ৩ চিকিৎসকও রয়েছেন। সিলেটে এমএজি ওসমানী হাসপাতালের ল্যাবে শনিবারের পরীক্ষায় তারা করোনা রোগী শনাক্ত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, শনিবার ওসমানী হাসপাতালের ল্যাবে পরীক্ষায় সিলেট বিভাগের আরও ৩৫ জন কোভিড-১৯ এ আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন। এই ৩৫ জনের মধ্যে রয়েছেন ৩জন চিকিৎসক।
জানা গেছে, শনিবার শনাক্তকৃত ৩৫ জনের মধ্যে সিলেট জেলার ৩০ জন, সুনামগঞ্জের ২, হবিগঞ্জের ২ ও মৌলভীবাজারের ১ জন।
সিলেটের ৩০ জনের মধ্যে ২৬ জনই মহানগর এলাকা ও সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া বিশ্বনাথ, ওসমানীনগর ও কানাইঘাটের একজন করে শনাক্ত হয়েছেন।