লামা রসুল গঞ্জ বাজারে যুবককে হত্যার অভিযোগে মামলা দায়ের

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯ | আপডেট: ১:০৭:অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২১

দক্ষিণ ছাতক প্রতিনিধি: গত ১৯ আগস্ট ২০১৯ ইং তারিখে জগন্নাথপুর উপজেলার লামা রসুলগঞ্জ বাজারে জিয়া লাইটিংয়ে এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
জানা যায় জিয়া লাইটিংয়ে দীর্ঘ দিন ধরে ছাতক উপজেলার খঞ্চনপুর গ্রামের আছকির মিয়ার ছেলে আলমগীর হোসেন জিয়া লাইংটিয়ে বিভিন্ন সাইটে কাজ করে আসছিলেন। তাকে জিয়া লাইটিংয়ে হত্যা করা হয়েছে বলে মামলার এজহার নামা শ্ থেকে জানা গেছে। জিয়া লাইটিংয়ের ম্যানেজার মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান বিদ্যুৎ পিষ্ট হয়ে আমার দোকানের কর্মচারী আলমগীর হোসেন মারা গেছে। স্থানীয় মেম্বার শাবাজ মিয়ার সাথে যোগাযোগ করলে সাবাজ মিয়া জানান জিয়া লাইটিং এর ম্যানেজার সিদ্দিকুর রহমান ও তার চাচাতো ভায়েরা ষড়যন্ত্র করে গলায় ফাঁস লাগিয়ে গরীব অসহায় আছকির মিয়ার ছেলেকে হত্যা করা হয়েছে।

ছাতক থানার কর্তব্যরত অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন
নিহত আলমগীর হোসেনের পিতা আছকির মিয়া বাদী হয়ে আমার একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে কর্তব্যরত অফিসার জানান।

মামলার আসামি করা হয়েছে – ১। মোহাম্মদ সিদ্দিকুর রহমান  (৩০) পিতা: আখলুছ মিয়া ২। কয়েস আহমদ ৩। জিয়াউর রহমান  (৪২) পিতা: আখলুছ মিয়া ৪। মিজানুর রহমান  (১৯) পিতা: আখলুছ মিয়া  ৫। মো জাবির আহমদ (২৮) পিতা: আব্দুর রহমান সহ মোট আটজন।

নিহতের পিতা আছকির মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।